New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/sachin-nayak.jpg)
সোশাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পরা মাত্রই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নজরে আসে। তিনিও ওই ডাক্তারকে কুর্নিশ জানিয়েছেন।
পরিজনদের সংক্রমণের আশঙ্কার কথা মাথায় রেখে বাড়ি ফিরতে পারছেন না চিকিত্্সক শচীন নায়াক। দিনভর তিনি করোনা আক্রান্ত রোগীদের চিকিত্্সা করেন। আর তাই, হাসপাতালের কাছে নিজের গাড়িতেই দিন কাটাচ্ছেন তিনি। সম্প্রতি ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়। প্রশংসায় পঞ্চমুখ নেট নাগরিকরা।
ভোপালের এক সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, ছোট থেকে বরাবরই শচীনের ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। তিনি ভোপালের জেএন হাসপাতালের ডাক্তার। করোনা যাতে আর ছড়িয়ে না পরে তাই বাড়ির পথে পা বাড়াচ্ছেন না তিনি।
সোশাল মিডিয়া মারফত জানা গিয়েছে, এক সন্তানের বাবা ডাক্তার শচীন নায়ক। তাই তিনি কাজ শেষে গাড়িতেই দিন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রয়োজনীয় জিনিস ও বইপত্র নিয়ে গাড়িকেই ঘর বানিয়ে নিয়েছেন। সোশাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পরা মাত্রই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নজরে আসে। তিনিও ওই ডাক্তারকে কুর্নিশ জানিয়েছেন।
मध्य प्रदेश:डॉक्टर सचिन नायक भोपाल के जेपी अस्पताल में कार्यरत हैं.#CoronaVirus के ख़िलाफ़ चल रही इस जंग में इन्होंने कार को ही अपना घर बना लिया है। उनका कहना है कि परिवार को संक्रमण से बचाने के लिए उन्होंने कार में रुकना उचित समझा।#IndiaFightsCorona
#AIRReport: Sanjeev Sharma pic.twitter.com/SiFyARpDdb— आकाशवाणी समाचार (@AIRNewsHindi) April 7, 2020
आप जैसे #COVID19 के विरुद्ध युद्ध लड़ रहे योद्धाओं का मैं और सम्पूर्ण मध्यप्रदेश अभिनन्दन करता है। इसी संकल्प के साथ हम सब निरंतर आगे बढ़ें, तो यह महायुद्ध और जल्द जीत सकेंगे। सचिन जी, आपके जज्बे को सलाम! #CovidWarriors#IndiaFightsCarona https://t.co/2r2INV4m4a
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) April 7, 2020