Advertisment

আর গাড়ি চালাবেন না, দুর্ঘটনার পর সাফ জানালেন ভুবন

হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়েও চলে সেলফির হিড়িক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভুবন বাবু আশাবাদী সকলের আশীর্বাদে নিশ্চই শীঘ্রই নতুন গান আনতে পারবেন তিনি

আর গাড়ি চালাবেন না। শিক্ষা হয়ে গেছে। দুর্ঘটনার পর এমন কথাই বললেন কাঁচা বাদাম খ্যাত  ভুবন বাদ্যকর। প্রসঙ্গত উল্লেখ্য সোমবার সন্ধ্যায় দুর্ঘটনার সম্মুখীন হন। জানা গিয়েছে গানের টাকায় সাধের একটি পুরনো গাড়ি কিনেছিলেন তিনি। আর সেই গাড়ি চালাতেই গিয়েই ঘটে বিপত্তি। প্রথমে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং পরে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়। তার বুকে, মুখে এবং অন্যান্য জায়গায় আঘাত রয়েছে।

Advertisment

তবে তিনি হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি পৌঁছেছেন। এই আঘাতের কারণে আপাতত তিনি বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন। গান করা, বেশি কথা বলা অথবা বেশি হাঁটাচলা করা আপাতত বারণ। দুর্ঘটনা নিয়ে ভুবন বাদ্যকররে প্রশ্ন করা হলে তিনি জানান, গাড়ি কি জিনিস শিক্ষা পেয়ে গেলাম, আর চালাবো না’। এমনকি তিনি এটাও জানান, ‘আর গাড়ির ধারে কাছেই যাবো না।’

আরো পড়ুন: ‘মন কি বাতে’ কিলি পল-নিমার প্রশংসা, তরুণ প্রজন্মকে বিশেষ বার্তা মোদীর

এমনিতেই কাঁচা বাদাম গানের জন্য জগতজোড়া নাম ভুবনের। তার গাড়ি দুর্ঘটনার খবর সামনে আসতেই মন উদ্বেগে অসংখ্য অনুরাগী। হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়েও চলে সেলফির হিড়িক। কিছুটা সুস্থ হয়ে আবার স্ব মেজাজে ভুবন বাদ্যকর। কিছুদিন আগেই গান বাবদ ১লক্ষ ৫০ হাজার টাকা পেয়েছিলেন তিনি। সেই টাকাতেই শখ মেটাতে একটি পুরনো গাড়িও কিনে নেন তিনি। আর তা চালাতে গিয়ে বিপত্তির মুখে পড়তে হয় ভুবনকে। জানা গিয়েছে এখনও গাড়ির টাকার পুরো টাকা শোধ হয়নি।তবে তিনি জানিয়েছেন কিছুটা সুস্থ হলেই তিনি সেই টাকা শোধ করে দেবেন। 

Bhuvan Badyakar
Advertisment