Advertisment

Success Story: বছরে বেতন ৬০ লক্ষ! অসাধ্য সাধন তরুণীর, কাহিনী জানলে চমকে যাবেন

Success Story: অলংকৃতা তার নতুন চাকরি পাওয়ার আনন্দ শেয়ার করেছেন লিঙ্কডইনে। সেখানে তিনি লিখেছেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চলেছি আমি একজন সিকিউরিটি অ্যানালাইসিস হিসেবে গুগলে যোগদান করেছি"!

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
alankrita sakshi

অলংকৃতা সাক্ষী

Success Story: বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি গুগলে বার্ষিক ৬০ লক্ষ টাকা প্যাকেজের চাকরি। সকলকে চমকে দিলেন বিহারের ভাগলপুরের তরুণী অলংকৃতা সাক্ষী। লিঙ্কডইন পোস্ট অনুসারে বিহারের অলংকৃতা সিকিউরিটি অ্যানালাইসিস পদে গুগলে যোগ দিয়েছেন। তাকে বার্ষিক ৬০ লক্ষ টাকা প্যাকেজ অফার করেছে গুগল। এর আগে তিনি উইপ্রো এবং স্যামসাং-এর মত  প্রথম সারির কোম্পানিতে কর্মরতা ছিলেন।  

Advertisment

অলংকৃতা তার নতুন চাকরি পাওয়ার আনন্দ শেয়ার করেছেন লিঙ্কডইনে। সেখানে তিনি লিখেছেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চলেছি  আমি একজন সিকিউরিটি অ্যানালাইসিস হিসেবে গুগলে যোগদান করেছি! আমি এই সুযোগের জন্য অত্যন্ত কৃতজ্ঞ। এমন একটি উদ্ভাবনী টিমের সঙ্গে কাজ করতে পেরে উত্তেজিত। আমার এই যাত্রায় যারা আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ"।

দেশবাসী হিসাবে গর্ব হবে! ভারতের প্রেমে পড়ে আমেরিকা ছাড়লেন এই মার্কিন মহিলা

তার এই পোস্টে হাজার হাজার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।  লাইক ও কমেন্টে ভেসে গিয়েছে তার এই পোস্ট। অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ তাকে তার জীবনের এই নতুন যাত্রায় বেশ কিছু পরামর্শও দিয়েছেন। মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, “অভিনন্দন অলংকৃতা! আমি একটি নিউজ চ্যানেলে আপনার গুগল নিয়োগের খবর শুনেছি। টেক জায়ান্ট গুগল থেকে সর্বোচ্চ প্যাকেজ পাওয়া একটি বড় অর্জন। আপনি অনেকের কাছে আজ এক অনুপ্রেরণা হয়ে উঠছেন।” আরেকজন লিখেছেন, "অবিশ্বাস্য সাফল্যের জন্য অভিনন্দন।"

My alt text

অলংকৃতা সাক্ষী কে?

লিঙ্কডইন বায়ো অনুসারে,অলংকৃতা সাক্ষী ঝাড়খণ্ডের ইউনিভার্সিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে তার বি.টেক সম্পন্ন করেছেন। তিনি উইপ্রোতে "প্রজেক্ট ইঞ্জিনিয়ার" হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। পরে, তিনি "সিকিউরিটি অ্যানালাইসিস" হিসাবে আর্নস্ট অ্যান্ড ইয়ং-এ যোগ দেন। তিনি দু মাস আগে গুগলে "সিকিউরিটি অ্যানালাইসিস" হিসেবে যোগ দিয়েছেন। 

Trending News Success Story
Advertisment