বিশ্বের সব থেকে ছোট চামচ, চমকে দিল সকলকেই। আর তার জেরেই বিশ্বরেকর্ড গড়লেন বিহারের যুবক শশীকান্ত। এমন চামচ খালি চোখে দেখা যাবে না। দেখতে লাগবে মাইক্রোস্কোপ। বিরল সৃষ্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন বিহারের যুবক। পুরনো সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন শিল্পী। গিনেস বুকে নাম তুলে চমকে দিলেন শশীকান্ত।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এমন অনেক রেকর্ড রয়েছে, যা বিশ্বের একমাত্র এবং অনন্য। ভারতের অনেক শিল্পীর শিল্পকলা ইতিমধ্যেই গিনেস বুকে নাম তুলেছে। এবারের শিল্পীর সেরা চমক একটি চামচ। যা তৈরি করেই কেল্লাফতে। চামচটি মাত্র ১.৬ মিমি অর্থাৎ ০.০৬ ইঞ্চি। শিল্পী শশীকান্ত প্রজাপতির তৈরি এই শিল্পকলা অবাক করতে বাধ্য। কাঠ থেকে একটি চামচ তৈরি করা তুলনামূলকভাবে সহজ, কিন্তু বিশ্বের সবচেয়ে ছোট কাঠের চামচ তৈরি করা একটি অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং ।
১লা এপ্রিল শিল্পীর এই বিরল কর্মকাণ্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-এ স্থান পায়। ২০২২ সালে ২ মিলিমিটার দৈর্ঘ্যের চামচ তৈরি করেছিলেন নবরত্ন প্রজাপতি মূর্তিকর।কলেজে পড়ার সময় থেকে এমন ক্ষুদ্র জিনিস তৈরির শখ হয় শশীকান্তের। ক্ষুদ্র চামচ তৈরি করে রেকর্ড গড়তে প্রতিদিন ১০ ঘণ্টা অনুশীলন করেছেন তিনি। অক্লান্ত পরিশ্রমের পর বিরাট রেকর্ড গড়ে নজর কাড়লেন এই যুবক।