Nag Panchami ritual goes viral: গলায় বিষধর সাপ পেঁচিয়ে ভয়ঙ্কর কেরামতি! নাপঞ্চমীর হাড়হিম ভিডিও ভাইরাল

Nag Panchami ritual goes viral: নাগ পঞ্চমী উপলক্ষে বিহারের সমস্তিপুর জেলার সিঙ্ঘিয়া ঘাটে আয়োজিত মেলায় সাপ নিয়ে শোভাযাত্রা এবং ধর্মীয় আচার পালনের দৃশ্য ঘিরে ব্যাপক চাঞ্চল্য।

Nag Panchami ritual goes viral: নাগ পঞ্চমী উপলক্ষে বিহারের সমস্তিপুর জেলার সিঙ্ঘিয়া ঘাটে আয়োজিত মেলায় সাপ নিয়ে শোভাযাত্রা এবং ধর্মীয় আচার পালনের দৃশ্য ঘিরে ব্যাপক চাঞ্চল্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Nag Panchami ritual goes viral

গলায় বিষধর সাপ পেঁচিয়ে ভয়ঙ্কর কেরামতি! নাপঞ্চমীর হাড়হিম ভিডিও ভাইরাল

Nag Panchami ritual goes viral: নাগ পঞ্চমী উপলক্ষে বিহারের সমস্তিপুর জেলার সিঙ্ঘিয়া ঘাটে আয়োজিত মেলায় সাপ নিয়ে শোভাযাত্রা এবং ধর্মীয় আচার পালনের দৃশ্য ঘিরে ব্যাপক চাঞ্চল্য। শতাব্দী প্রাচীন এই রীতির ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট শিশু থেকে শুরু করে মহিলারাও সাপ গলায় জড়িয়ে, হাতে ধরে বা মাথায় বসিয়ে নিয়ে ঘুরছেন নির্বিঘ্নে।

Advertisment

তিনশো বছরের রীতিতে সাপ পূজার ঝলকের একটি ভিডিওতে দেখা গিয়েছে, বহু পরিবার মেলার ভিড়ে সাপ কাঁধে নিয়ে ঘুরছেন, কেউ আবার লাঠিতে পেঁচিয়ে সাপকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ভিডিওর ক্যাপশনে লেখা, “তিনশোবছর পুরনো এক রীতিতে কীভাবে সাপ হয়ে ওঠে কেন্দ্রীয় আকর্ষণ, তা দেখুন।”

এই অনুষ্ঠানের প্রস্তুতির জন্য সাপ কয়েক সপ্তাহ আগেই ধরা হয় এবং পরে মুক্ত করা হয় বলেও জানা গিয়েছে । তবে ভিডিওতে উল্লেখ করা হয়েছে, বহু ক্ষেত্রে এই সাপগুলোর বিষ দাঁত তুলে নেওয়া হয়, যেটি ভারতের বন আইনের পরিপন্থী এবং নিষিদ্ধ। এই নিষ্ঠুর প্রথার ফলে সাপ শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ে।

Advertisment

নেটিজেনদের প্রতিক্রিয়া
এই ভিডিও ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনলাইনে। কেউ কেউ প্রাচীন রীতিকে সম্মান জানালেও, অনেকে প্রাণীর প্রতি এই আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন। এক জন মন্তব্য করেন, “এই ধরণের আচার-অনুষ্ঠানে পশুদের কষ্ট দেওয়া সত্যিই দুঃখজনক। এটা ধর্ম নয়, বরং নির্মমতা।” আরেকজন লিখেছেন, “সাপদের জন্য খারাপ লাগছে, আমাদের ব্যবহারই দেখায় আমরা কেমন মানুষ।” একজন মন্তব্য করেন, “আমরা ইংরেজদের থেকে স্বাধীন হইনি, বরং ইংরেজরাই আমাদের থেকে স্বাধীন হয়েছে!”

viral