New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/splondor.jpg)
মোটর বাইকের হেডলাইট বদলে ফেলা হল টিভির পর্দায়
মোটর বাইকের হেডলাইট বদলে ফেলা হল টিভির পর্দায়....!
মোটর বাইকের হেডলাইট বদলে ফেলা হল টিভির পর্দায়
মোটর বাইকের হেডলাইট বদলে ফেলা হল টিভির পর্দায়। আজব সৃষ্টিতে চমকে উঠল সকলেই। আমাদের দেশে প্রতিভার কোন অভাব নেই। আর এমন বহু প্রতিভা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে চমকে উঠেছেন নেটিজেনরা।
তেমনই এক ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়। যেখানে প্রযুক্তির সেরা ব্যবহারের মাধ্যমে মোটর বাইকের হেডলাইট বদলে ফেলা হল টিভির পর্দায়। যা দেখে রীতিমত ভিরমি খাচ্ছেন সকলেই। ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত কোটি কোটি মানুষ দেখেছে।
৭ জুন শেয়ার করা এই ভিডিওতে বাইকের হেডলাইটের পরিবর্তে একটি স্ক্রিন স্টেরিও সিস্টেম লাগানো হয়েছে, যার ফলে গাড়ির পুরো চেহারাই বদলে গিয়েছে। এই ভিডিওটি যারাই দেখেছেন তারাই বিভিন্ন মজার প্রতিক্রিয়া দিচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'স্ক্রিন ইন্সটল করা হয়েছে কিন্তু কিভাবে দেখবেন?' আরেক ব্যবহারকারী লিখেছেন, 'ট্রাফিক পুলিশ আপনার অপেক্ষা করছেন।' হেডলাইটের ভোলবদলে বাইকের চেহারা এতটাই বদলে গেছে যে রাস্তায় হাঁটা মানুষজন বাইকের দিকে ফিরে তাকাতে বাধ্য হচ্ছেন।