New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-150.jpg)
আগুন ধরে যায় আরোহীর গায়েও।
অনেক সময় তাড়াহুড়োর কারণে মানুষকে বিপদে পড়তে হয়। তারই এক জলজ্যান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রচণ্ড গতির কারণে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল এক বাইক আরোহী। সোশ্যাল মিডিয়াতে এমনই এক রুদ্ধশ্বাস ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বাইকের ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লাগামাত্রই ডাম্পার, বাইক এবং আরোহীর শরীরে দাউদাউ করে আগুন ধরে যায়। ভিডিওটি টুইটার অ্যাকাউন্ট @ViciousVideos থেকে শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে।
Coming in hot! 🔥 pic.twitter.com/7x2zX1vgsn
— Vicious Videos (@ViciousVideos) June 17, 2023
ভিডিওতে দেখা যায়, শহরের একটি মোড়ে অনেক যানবাহন যাচ্ছে রাস্তা দিয়ে। এদিকে একটি ডাম্পারও মোড়ে এসে পৌঁছায় এবং তার পেছনে একটি ট্রাকও দেখা যায়। ঠিক তখনই উলটো দিক থেকে একটি দ্রুতগতির বাইক এসে সোজা ধাক্কা মারে ডাম্পারটিতে। বাইকের গতি বেশি থাকায় আরোহী বাইক নিয়ন্ত্রণ করতে না পেরে সোজা ডাম্পারে ধাক্কা মারে। ডাম্পারের সঙ্গে বাইকটির সংঘর্ষের পরই বাইকে আগুন ধরে যায়, ডাম্পারটিও আগুন ধরে যায় এবং এর পরে বাইক এবং ডাম্পার দুটি দাউ দাউ করে জ্বলে যায়। আগুন ধরে যায় আরোহীর গায়েও। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি রাস্তায় লুটিয়ে পড়ে গেলেন তার গায়ে দাউ দাউ করে জ্বলছে আগুন। এই দৃশ্য থেকে সকলেই কী করবেন ভেবে না পেয়ে দাঁড়িয়ে যান।