scorecardresearch

কেতাদুরস্ত বাইকে বেপরোয়া স্টান্ট, সামান্য ভুলেই বড় দুর্ঘটনা, শিউরে ওঠার মত ভিডিও ভাইরাল

ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে মর্মান্তিক এই ভিডিওটি

viral video, trending Video, stunt video, stunt video, bike stunt video, viral video, trending video, shocking video, adventure video, accident video, bike and car collision, bike rider collided with car, accident video, viral reel, shocking reel, stunt reel,

প্রচণ্ড গতিতে বাইক চালিয়ে স্টান্ট দেখাতে গিয়ে চরম বিপত্তি! হঠাৎ সামনে গাড়ি এসে পড়ায় প্রচণ্ড সংঘর্ষ। ভয়ঙ্কর ভিডিও দেখে শিউরে উঠলেন নেটপাড়া। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি বাইকে চেপে স্টান্ট দেখাতে মত্ত, ঠিক সেই সময় তার সামনে এসে পড়ে একটি গাড়ি। ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় ওই ব্যক্তি। আজকাল অ্যাডভেঞ্চারের কারণে নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না তরুণ প্রজন্ম। অনেক সময়ই দেখা যায় স্টান্ট দেখানোর সময় সামান্য ভুলের কারণে ঘটে যায় বড় বিপত্তি। তেমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে সকলের হুঁশ উড়ে গিয়েছে।

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই মর্মান্তিক ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি প্রচণ্ড গতিতে বাইকে স্টান্ট করছে, এমন সময় ডান দিক থেকে একটি গাড়ি তার সামনে আসে। ছেলেটির বাইক থামাতে না পারায় দুর্ঘটনায় পড়ে। সংঘর্ষ এতটাই শক্তিশালী যে ছেলেটি রাস্তার উপর মুখ থুবড়ে পড়ে। ভাগ্যক্রমে, প্রাণে বেঁচে যান তিনি। ভিডিওতে দেখুন কিভাবে গাড়িতে ধাক্কা মেরে বাইক নিয়ে রাস্তায় পড়ে যায় ছেলেটি।

এই স্টান্ট ভিডিওটি এখন পর্যন্ত লক্ষ লক্ষ ভিউ এবং লক্ষ লক্ষ লাইক পেয়েছে। সকলেই এমন বেপোরোয়া বাইক চালানোর জন্য বাইক আরোহীকেই দুর্ঘটনার জন্য দায়ী করেছেন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Bike stunt video