scorecardresearch

২ তরুণীকে নিয়ে শূন্যে উড়ে বেপোরোয়া স্টান্ট, ভিডিও ভাইরাল হতেই ‘কেলোর কীর্তি’

এক যুবক দুই মহিলাকে বাইকের সামনে এবং পিছনে বসিয়ে স্টান্ট দেখাতে গিয়ে বেকায়দায় পড়েছেন।

Viral video, Viral video today, video viral, Viral news, trending news, viral,
২ তরুণীকে নিয়ে শূন্যে উড়ে বেপোরোয়া স্টান্ট, ভিডিও ভাইরাল হতেই 'কেলোর কীর্তি’

সামনে পিছনে বসে ২ যুবতী, বেপোরায়া বাইক স্টান্টে চোখ কপালে, ভিডিও ভাইরাল হতেই অ্যাকশনে মুম্বই পুলিশ। বান্দ্রা পুলিশ তিন জনের বিরুদ্ধেই আইপিসির একাধিক ধারায় মামলা রুজু করেছে।

সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই স্টান্টের নানান ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি এক যুবক দুই মহিলাকে বাইকের সামনে এবং পিছনে বসিয়ে স্টান্ট দেখাতে গিয়ে বেকায়দায় পড়েছেন। স্টান্টের সেই ভিডিও ভাইরাল হতেই তিন জনের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে মুম্বই পুলিশ। আইপিসির একাধিক ধারায় ৩ জনের নামেই মামলা রুজু করা হয়েছে।

১৩ সেকেন্ডের ভিডিওতে, দেখা যাচ্ছে এক ব্যক্তিকে রাস্তা থেকে বাইকের সামনের চাকা তুলে কয়েক মিটার পর্যন্ত বাইক চালাচ্ছেন। বাইকে বসা ২ মহিলা সামনে এবং পিছন দিক থেকে যুবককে আঁকড়ে ধরে রেখেছেন। তিন যাত্রীর কারোরই মাথায় হেলমেট ছিল না। একজন অ্যাক্টিভিস্ট টুইটার হ্যান্ডেল @PotholeWarriors-এ এটি সম্পর্কে টুইট করার পরে ভিডিও ক্লিপের ভিত্তিতে ব্যবস্থা নেয় মুম্বই পুলিশ। ক্লিপটি দেড় লক্ষের বেশি বার দেখা হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Bike stunt viral video of two girls