scorecardresearch

পাহাড়ি পথে তরতরিয়ে চলছে বাইক! অসম্ভবকে সম্ভব করে মহিলার কাণ্ডে হাড়হিম

কয়েক ঘন্টার মধ্যে, ভিডিওটিতে হাজার হাজার মানুষকে আকর্ষণ করেছে।

shocking video, stunt video, trending video, viral video

পাহাড়ের খাড়া ঢালে বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন এক মহিলা, ভিডিও দেখে আঁতকে উঠলেন মানুষজন। বিপজ্জনক পাহাড়ি রাস্তায় বাইক চালিয়ে সকলকে অবাক করলেন এক মহিলা। তার এই ভাইক চালানো ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। এমন ভিডিও দেখে চিৎকার করে ওঠেন মানুষজন। ‘স্বর্গের সিঁড়ি থেকে মাত্র কয়েকফুট দূরে এভাবে মহিলাকে বাইক চালাতে দেখে চোখ কপালে নেটিজেনদের।

আজকাল সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে এক মহিলার বাইক চালানোর ভিডিও। ভাইরাল ভাইরাল ক্লিপে মহিলাকে যে জায়গায় বাইক চালাতে দেখা যাচ্ছে তা দেখে নেটিজেনদের চোখ কপালে। নিয়ন্ত্রণ হারালে সোজা খাদে পড়ে যেতেন তিনি। এই ভিডিও দেখে মানুষের চোখ ছানাবড়া হয়ে গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে লাল জ্যাকেট পরা এক মহিলাকে বাইকে বসে থাকতে দেখা যাচ্ছে। পরের মুহুর্তে ক্যামেরার অ্যাঙ্গেল বদল হয় এবং সামনের দৃশ্য দেখে চমকে উঠলেন সকলেই। মহিলাটি ভিডিওতে দেখা যাচ্ছে, সামান্য ভুলেই কয়েকশো ফুট নিচে পড়ে যেতে পারতেন ওই মহিলা। তবে এই ভিডিওটি কোথাও শ্যুট করা হয়েছে তা স্পষ্ট নয়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে মহিলার ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, আপনি কি এখানে বাইক চালাতে চান? কয়েক ঘন্টার মধ্যে, ভিডিওটিতে ছয় হাজারেরও বেশি লাইক পড়েছে। মন্তব্য করতে গিয়ে এক ব্যবহারকারী লিখেছেন, মহিলাটি যে জায়গায় বাইক চালাচ্ছেন সেখান থেকে স্বর্গের পথ মাত্র এক ফুট দূরে। একই সঙ্গে আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, মৃত্যুর হাজার উপায়ের মধ্যে এটাও একটা উপায়।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Biker woman viral video will blew your mind