Advertisment

Bill Gates with Dolly Chaiwala: চায়ের টানে ভারতে ছুটে এলেন বিল গেটস, কে এই 'ডলি চাই'ওয়ালা'? দেখুন সেরা ভিডিও

রাস্তায় দাঁড়িয়ে চায়ের স্টল থেকে চা কিনে খাচ্ছেন খোদ বিল গেটস।

author-image
IE Bangla Web Desk
New Update
Bill Gates"," chai"," india"," ambani wedding"," jamnagar"," instagram"," viral video"

রাস্তায় দাঁড়িয়ে চায়ের স্টল থেকে চা কিনে খাচ্ছেন খোদ বিল গেটস

কে এই 'ডলি চাইওয়ালা', যার চা খেয়ে রীতিমত তার ভক্ত হয়ে উঠলেন বিল গেটস?

Advertisment

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় একেবারে প্রথম দিকেই উঠে আসে বিল গেটসের নাম। তিনি রাস্তার ধারে এক চাইওয়ালার তৈরি চা খেয়ে তার প্রশংসায় পঞ্চমুখ। নিজের সোশ্যাল মিডিয়া ইন্সটাতে সেই ভিডিও পোস্টও করেছেন তিনি। যা রাতারাতি ভাইরাল হয়।

রাস্তায় দাঁড়িয়ে চায়ের স্টল থেকে চা কিনে খাচ্ছেন খোদ বিল গেটস! শুনে অবাক হলেও এটাই সত্যি। চা বিক্রেতার মধ্যে কী এমন বিশেষত্ব আছে যার তৈরি চা খেতে ছুটে আসতে হল বিল গেটসকে? ভাইরাল ভিডিওটিতে নাগপুরে এক চা বিক্রেতার থেকে চা কিনে খেতে দেখা যাচ্ছে বিল গেটসকে। তাঁকে বলতে শোনা যাচ্ছে 'এক কাপ চা প্লিজ'। এরপর চা বিক্রেতা তার স্টাইলে গরম চ বিল গেটসকে পরিবেশন করেন। বিল গেটসকে বেশ উপভোগ করেই সেই গরম চায়ে চুমুক দিতে দেখা যায়। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বিল গেটস যে চা বিক্রেতার কাছ থেকে চা কিনে খান তার নাম 'ডলি চাইওয়ালা'। তিনি তার অনন্য স্টাইলের কারণে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নাগপুর সদর এলাকায় চা বিক্রি করেন ডলি। তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছেন। তিনি প্রায় ১৬ বছর ধরে নাগপুরের সিভিল লাইন এলাকায় একটি চায়ের দোকান চালান।

দক্ষিনী সুপারস্টার রজনীকান্তের স্টাইলে চা পরিবেশন করেন ডলি চাওয়ালা। ডলির পোশাক পরিচ্ছদ একেবারেই আলাদা। তার ড্রেসিং স্টাইল সাধারণ মানুষের থেকে একেবারে আলাদা। তিনি তাঁর অনন্য হেয়ার স্টাইলের জন্যও সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকেন।

বিল গেটস সোশ্যাল মিডিয়া পোস্টের ক্যাপশনে লিখেছেন যে আপনি ভারতের সর্বত্র নতুনত্ব খুঁজে পেতে পারেন। এমনকি চা বানানোর পদ্ধতিতেও।

viral Bill Gates
Advertisment