Advertisment

ই-রিকশা চালাচ্ছেন বিল গেটস! ভিডিও দেখে আঁতকে ওঠার জোগাড়

আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, 'চলতি কা নাম বিল গেটস কি গাড়ি'।

author-image
IE Bangla Web Desk
New Update
Mahindra treo E Rickshaw , Mahindra treo E Rickshaw price, Mahindra treo E Rickshaw features, Mahindra treo E Rickshaw power pack, Mahindra treo E Rickshaw top speed, Bill gates drove Mahindra E Rickshaw

বিল গেটস ভারতে ই-রিকশা চালাচ্ছেন, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হুলস্থূল কাণ্ড! সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে। গেটসকে ইলেকট্রিক রিকশা চালাতে দেখে সকলেই রীতিমত অবাক। সর্বোপরি বিল গেটস কেন রিকশা চালাচ্ছেন, এই প্রশ্নেই বিভোর নেটপাড়া।

Advertisment

আসুন জেনে নি, এর পেছনের গল্পটি। বিল গেটস ভারত সফরকালে শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার সঙ্গে দেখা করেন। টুইটারে গেটসের সঙ্গে একটি ছবি শেয়ার করে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যানও উল্লেখ করেছেন যে তারা ‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের’ সহপাঠী ছিলেন।

এর পরে, বিল ইনস্টাগ্রামে তাদের বন্ধুত্বের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে গেটসকে একটি ই-রিকশা চালাতে দেখা যাচ্ছে। তিনি লিখেছেন যে এটি একটি বৈদ্যুতিক অটোরিকশা যা ১৩০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম এবং চার জন বসতে পারে এই ই-রিকশাতে। এই ভিডিওতে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে গেটস খুব সহজেই ই-  রিকশা চালাচ্ছেন। তিনিও এই রিকশা’র প্রশংসা করেন। গেটসের এই ভিডিওটি দেখে অবাক সকলেই। সেই সঙ্গে দাবানলের মত ছড়িয়ে পড়েছে ভিডিওটি। প্রায় ১০ লাখের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন। সকলেই এমন বিরল ভিডিও দেখে বেশ অবাক।

এই ভিডিও নিয়ে বিল গেটসকে প্রতিক্রিয়া জানিয়েছেন আনন্দ মাহিন্দ্রাও। ভিডিও শেয়ার করে, মাহিন্দ্রা গাড়িটি চালানোর চেষ্টা করার জন্য গেটসকে ধন্যবাদ জানিয়েছেন আনন্দ মাহিন্দ্রা। আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, "'চলতি কা নাম বিল গেটস কি গাড়ি'। কমেন্ট সেকশনে সাধারণ মানুষ ভিডিও ঘিরে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

Viral Video Ananda mahindra Bill Gates
Advertisment