পৃথিবীতে পশুপ্রেমী মানুষের অভাব নেই। কুকুর এবং বিড়াল পোষার শখ অনেকেরই। আর প্রিয় পোষ্যের জন্মদিনে কোন খামতি রাখতে চান না তারা। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে এক ব্যক্তিকে তার পোষ্যের জন্মদিন উপলক্ষে গ্র্যান্ড পার্টির আয়োজন করে সকলকে চমকে দেন।
টুইটার অ্যাকাউন্ট buitengbieden-এ শেয়ার করা ভিডিওতে কুকুরটির দুর্দান্ত জন্মদিনের পার্টি দেখে সকলেই অবাক। জন্মদিনের পার্টিতে একাধিক কুকুরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। যাদের জন্য বিশেষ পোশাক, কেক, সাজসজ্জার ব্যবস্থা করা হয়। এই ভিডিওটি প্রায় তিন লক্ষের বেশি ভিউ হয়েছে।
ভাইরাল ভিডিওতে, দেখা যাচ্ছে অনেক কুকুর একসঙ্গে ডাইনিং টেবিলের সঙ্গে রাখা চেয়ারে বসে আছে। সকলকেই রঙিন স্কার্ফ এবং টাই পরা অবস্থায় দেখা যায়।চারপাশের সাজসজ্জাও নজর কেড়েছে নেটিজেনদের। জন্মদিনের পার্টির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই মানুষ এই ভিডিওটিকে বেশ পছন্দ করেছেন।
অনেকে আবার তাদের পোষ্যের জন্মদিন নিয়ে নানান অভিজ্ঞতাও শেয়ার করেছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা- ‘সারপ্রাইজ বার্থডে পার্টি উইথ ওর বেস্ট ফ্রেন্ডস’। একজন ব্যবহারকারী লিখেছেন- ‘কুকুররা মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, তাদের জন্মদিনের শুভেচ্ছা’। তাই সেখানে আরেকজন লিখেছেন- ‘কী সুন্দর পার্টি!