New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/cats-300.jpg)
বিরিয়ানি সিঙ্গারার দুটি ছবি পোস্ট করা হয়েছে।
বিরিয়ানি খেতে ভালবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। উৎসব অনুষ্ঠানে বিরিয়ানি সকলেরই ফার্স্ট চয়েস। কিন্তু সম্প্রতি এমন এক খাবারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে বিরিয়ানি লাভাররা বেশ ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরিয়ানি সিঙ্গারা।
সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই নানান উদ্ভট রেসিপি ভাইরাল হয়। কখনও লিমকা ম্যাগি ও কখনও আইসক্রিম ফুচকা। তবে সম্প্রতি ভাইরাল হয়েছে বিরিয়ানি সিঙ্গারার ছবি।
টুইটারে @khansaamaa নামে একটি অ্যাকাউন্ট থেকে এই বিরিয়ানি সিঙ্গারার দুটি ছবি পোস্ট করা হয়েছে। একটি ছবিতে যেখানে একজন ব্যক্তিকে একটি বিরিয়ানির ভিতর বিরিয়ানি ভরতে দেখা যায়। দ্বিতীয় ছবিতে সিঙ্গারা ভাজার পর তার ভিতরের ছবি পোস্ট করা হয়েছে। সিঙ্গারার ভিতরে আলুর পুরের বদলে বিরিয়ানি ভরা। কিছু ব্যবহারকারী এই বিরিয়ানি সিঙ্গারা পছন্দ করলেও বেশিরভাগই এর বিরোধিতা করেছেন।
presenting biryani samosa pic.twitter.com/i5wBCrNF7Y
— ghalib e wosta (@khansaamaa) March 26, 2023
মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে ব্যবহারকারীরা ক্রমাগত বিরিয়ানি সিঙ্গারা ফিউশনের সমালোচনা করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, একব্যবহারকারী মন্তব্য করেছেন এবং লিখেছেন রেস্ট ইন পিস সিঙ্গারা এবং বিরিয়ানি।