হায়দরাবাদের বিরিয়ানিই একমাত্র 'বিরিয়ানি' গোত্রের। বাকিরা নাকি পদবাচ্যই নয়। পুনের একটি রেস্তোরাঁ এই নিয়ে সরাসরি 'বিজ্ঞপ্তি' জারি করতেই বিপত্তি। সোশাল মিডিয়ায় শুরু ব্যাপক বিতর্ক। যা নিয়ে শেষ পর্যন্ত পুনরায় বিবৃতি দিতে বাধ্য হয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
সোশ্যাল মিডিয়ায় 'এনসিয়েন্ট হায়দরাবাদ' এর একটি চিত্র ভাইরাল হয়ে যায়। রেস্তোরাঁর প্রবেশ পথেই একটি নির্দেশিকা জারি করা রয়েছে। সেখানেই স্পষ্ট করে লেখা হয়েছে, "হায়দরাবাদি বাদে অন্য সকল বিরিয়ানিকে পোলাও নামে ডাকা হবে। বোম্বে এবং পাকিস্তানি বিরিয়ানিকে কঠোরভাবে মাটন মশালা রাইস বলা হবে। আলুর সঙ্গে কিছু চাওয়া একদমই বেআইনি। আলু-রাইসের মিক্সকে বলা হবে বাটাটা রাইস।"
বিরিয়ানি নিয়ে এমন ভেদাভেদ 'ক্ষুব্ধ' করে তোলে বিরিয়ানি প্রেমী-দের। এমনিতেই কোন বিরিয়ানি বেশি সুস্বাদু তা নিয়ে বিতর্কের অন্ত নেই। এর মধ্যেই হায়দরাবাদ রেস্তোরাঁর এমন বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়।
হায়দরাবাদ বিরিয়ানি-প্রেমীরা এই বক্তব্য এর সঙ্গে পুরোপুরি একমত হলেও, কলকাতা এবং লখনউ- বিরিয়ানি রসিকরা যারপরনাই ব্যথা পেয়েছেন। কেরালার বিরিয়ানি যাদের পছন্দ তাদের দুঃখ, এই বিরিয়ানির নাম মেনশনই করা নেই। ভেজ-বিরিয়ানি প্রেমীদের দুঃখ তো কহতব্য নয়।
There is nothing but truth in this Biryani Policy. There is no lie. https://t.co/6qhO3tur6T
— Wajahat "Wears a Mask Because of a Pandemic" Ali (@WajahatAli) July 1, 2020
a declaration of war https://t.co/l7PxHCNndt
— KAMLESH SINGH / BANA (@kamleshksingh) July 1, 2020
Any biryani without potato or egg in it isn't even fit to be called biryani https://t.co/i9ZLcbHNuU
— Debasish Roy Chowdhury (@Planet_Deb) July 2, 2020
It’s a poor lost soul who can’t admit the sheer superiority of Kolkata Biriyani due to the regal presence of aloo
— Tweetz from home (@Ritz__Twitz) July 2, 2020
Wait!!! this is the one I regularly order from in Pune!! I pity the people who consider Hyderabadi Biryani the high point of the art, having never tasted thr Lucknowi/Awadhi Biryani #BiryaniWars https://t.co/MtkIt0robm
— Kaavish (@kaavishkidwai) July 2, 2020
Unpopular opinion: Hyderabadi biryani is literally the worst excuse of a biryani, and doesn't even come in the same league as Malabar Biryani ffs. https://t.co/SlPfnJBM9m
— Vighnesh (@vighneshck1) July 2, 2020
Hyderabadi biryani is as dry as you get it. Henceforth we shall call it Flavoured Rice.
Mumbai Biryani has no equal— kaisarehind (@kaisarehind) July 2, 2020
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেওয়ার পরেই ইন্ডিয়ান এক্সপ্রেসে মুখ খোলেন, রেস্তোরাঁ ব্রান্ডের মালিক অশোক পরিমি। তিনি জানান, বর্তমানে লকডাউনের কারণে এই ব্যানার খুলে নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের লাগানো হবে এই ব্যানার। তিনি জানালেন, বছর খানেক আগে পুনে রেস্তোরাঁর বাইরের এই ব্যানারের সঙ্গে অনেকেই একমত হয়েছেন। কারণ তাঁদের রেস্তোরাঁর বিশেষত্বই হল হায়দরাবাদি কুইজিন।
পাশাপাশি তিনি জানান, "কোনো সংস্কৃতিকে হেয় করার জন্য এই ব্যানার লাগানো হয়নি। এর অর্থ হায়দরাবাদি কুইজিন হৃদয় দিয়ে স্বাদ গ্রহণ করতে হয়। আমাদের সেন্স অফ হিউমারের অনেকেও প্রশংসা করেছেন।"