Advertisment

Anand Mahindra Viral: ছিল বিমান, হল বিলাসবহুল বাংলো, চমকে গেলেন খোদ আনন্দ মাহিন্দ্রা!

বোয়িং ৭৩৭কে বিমানকে বিলাসবহুল বাংলোতে পরিণত করেছেন এক ব্যক্তি! বিস্মিত আনন্দ মাহিন্দ্রাও।

author-image
IE Bangla Web Desk
New Update
anand mahindra"," Anand mahindra X post

বোয়িং ৭৩৭কে বিমানকে বিলাসবহুল বাংলোতে পরিণত করেছেন এক ব্যক্তি! বিস্মিত আনন্দ মাহিন্দ্রাও।

বোয়িং ৭৩৭কে বিমানকে বিলাসবহুল বাংলোতে পরিণত করেছেন এক ব্যক্তি! বিস্মিত আনন্দ মাহিন্দ্রাও। শেয়ার করেছেন এই ভিডিও। যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

Advertisment

রুশ ব্যবসায়ী ফেলিক্স ডেমিন একটি পরিত্যক্ত বোয়িং 737 বিমানকে বিলাসবহুল ব্যক্তিগত বাংলোতে পরিণত করেছেন। এই অনন্য বিলাসবহুল বাংলোটি ইন্দোনেশিয়ার বালিতে অবস্থিত। বিলাস বহুল এই বাংলোতে রয়েছে দুটি বেডরুম, একটি সুইমিং পুল, একটি বার, লাউঞ্জ এবং অন্যান্য অনেক বিলাসবহুল সুযোগ-সুবিধা৷

শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। তিনি নিয়মিতভাবে X-এ তার ১১ মিলিয়ন ফলোয়ারদের উদ্দেশ্যে নানান মজার ও আকর্ষনীয় ভিডিও, গল্প পোস্ট করেন। শনিবার, তিনি এমন এক ভিডিও শেয়ার করেছেন যা দেখে সকলেই তাজ্জব। বাণিজ্যিক বিমানকে বিলাসবহুল বাংলোতে বদলে ফেলেছেন এক রুশ ব্যবসায়ী। ভিডিও শেয়ার করে শিল্পপতি লিখেছেন এই লোকটি তার কল্পনাকে বাস্তবে পরিণত করতে কোন দ্বিধা রাখেন নি!

viral
Advertisment