দেখতে বেশ সুন্দর লকেটটি। কালো সুতোয় বাঁধা, কাঁচের হোমিওপ্যাথি ওষুধের মত শিশির মাথায় লাগানো কর্ক। সেই শিশিতেই রাখা রয়েছে বয়ফ্রেন্ড তথা প্রেমিকের স্পার্ম অর্থাৎ বীর্য। টুইটার ইউজার @cuntyspice সেই লকেটের ছবি শেয়ার করে জানিয়েছেন তার প্রেমিক উপহার হিসাবে তাঁকে দিয়েছেন এটি।
আমেরিকার টেক্সাসের যুবতীর কান্ড কারখানায় তাজ্জব নেটপাড়া। তার পোস্টটিকে ঘিরে সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। ৮ আগস্ট টুইটারে শেয়ার করেন লকেটি তথা নেকলেসটির ছবি। ইতিমধ্যে সেই ছবি ‘সেন্সেটিভ কন্টেন্ট’ বলে জানিয়েছে টুইটার। তাই আপনি যদি সেই অভিনব ভাবনার লকেটের ছবি দেখতে চান সেটিংসের সামান্য বদল করতে হতে পারে।
made a necklace of my man’s cum so ill always have a little piece of him with me ????????!!! pic.twitter.com/a7Hp9PDibD
এই লকেটের ভিতর রয়েছে প্রেমিকের স্পার্ম তথা শুক্রাণু সূত্র : টুইটার
নেটিজেনদের অধিকাংশই যুবতীর পোস্টটিকে নিয়ে মজা করেছে পাশাপাশি অনেকে ঘেন্নার চোখে দেখেছেন। এই লকেটটি পরে থাকলে প্রমিকের কাছাকাছি থাকা যাবে বলে মনে করেন মার্কিন মুলুকের ওই যুবতী।