New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-175.jpg)
ইঞ্জিনিয়ারকে চড় মারার এবং গালিগালাজও করার পুরো ঘটনা ক্যামেরায় ধরা পড়ে।
জনপ্রতিনিধিদের বেশ কিছু বেপরোয়া আচরণ মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই কারণে নিন্দার মুখে পড়তে হয় তাদের। সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যাতে এক মহিলা বিধায়ককে প্রকাশ্যে এক ইঞ্জিনিয়ারকে চড় মারতে দেখা গিয়েছে। সেই সঙ্গে ওই ইঞ্জিনিয়ারকে গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ।
মহারাষ্ট্রের থানের এক মহিলা বিধায়কের প্রকাশ্যে ইঞ্জিনিয়ারকে চড় মারার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরাল হতেই হুলস্থূল পড়ে যায়। ভিডিওতে, থানে জেলার বিধায়ক গীতা জৈন মীরাকে কিছু বেআইনি নির্মাণ ভেঙে ফেলার জন্য কর্পোরেশনের দুই ইঞ্জিনিয়ারকে গালিগালাজ করতে দেখা যায়। তিনি অভিযোগ করেন, এই নির্মাণ ভেঙে দেওয়ায় মানুষ রাস্তায় থাকতে বাধ্য হচ্ছেন। দুই ইঞ্জিনিয়ারের এই পদক্ষেপ বর্ষার আগে পরিবারগুলিকে পথে বসিয়েছে।
महाराष्ट्र: बिना नोटिस कार्रवाई से भड़की महिला विधायक, इंजीनियर को सरेआम जड़ा थप्पड़ pic.twitter.com/z6Bpd77YTx
— Abhishek Tiwari (@abhishe_tiwary) June 21, 2023
গীতা জৈনের সঙ্গে এপ্রসঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। কর্পোরেশন কমিশনার দিলীপ ঢোলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। ইঞ্জিনিয়ারকে চড় মারার এবং গালিগালাজও করার পুরো ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে।