Advertisment

করোনা যোদ্ধাদের জন্য গান করলেন বাংলার বিজেপি সাংসদ, মুহূর্তে ভাইরাল ভিডিও

সুর দিয়েছেন সাংসদ নিজেই। সোশাল মিডিয়ায় মন্ত্রীর এ হেন গুন এখন চর্চিত বিষয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাজনীতির বাইরে অন্য মেজাজে দেখা গেল কোচবিহারের বিজেপি সাংসদকে নিশীত প্রামাণিককে। তাঁর প্রতিভায় পঞ্চমুখ নেটপাড়া সহ বিজেপি কর্মীরা। লকডাউনের শুরুতে জানা গিয়েছিল তিনি আঁকতে পারতেন, পঞ্চম লকডাউনে প্রকাশ পেল অন্য প্রতিভা। গানও গাইতে পারেন তিনি।

Advertisment

সোশাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করতেই, মন্ত্রীর গলায় এমন সুর দেখে অবাক নেটপাড়া। তিনি গানের মাধ্যমে করোন যোদ্ধাদের সম্মান জানালেন।

শুধু গানই নয়, একেবারে ঝকঝকে এডিট করা ভিডিও। যেখানে ধরা দিয়েছে প্রকৃতির সৌন্দর্য। গুজরাতের স্ট্যাচু অফ ইউনিটি তথা সর্দার বল্লভ পটেলের মূর্তি সঙ্গে কোচবিহার রাজবাড়ি ফুটে উঠেছে তাঁর ভিডিওতে।

জানা গিয়েছে, গানটির কথা দিয়েছে বিক্রম মজুমদার। গানটি- “জনমানবহীন এই লকডাউনে, খুঁজে পেয়েছি মোরা জীবনের আধার/ অর্থ বড় নয়, নয় অহঙ্কার, জেনে গিয়েছি বিধির আসল আবিষ্কার/ ছোঁয়াচে ব্যধির কালো ছায়ায়, সূর্যের আলো মেঘে ঢাকা/ কালবৈশাখীর এই বজ্রে, ধুয়েমুছে যাক যা ধুলো মাখা”। সুর দিয়েছেন সাংসদ নিজেই। সোশাল মিডিয়ায় মন্ত্রীর এ হেন গুন এখন চর্চিত বিষয়।

দেখুন গানের ভিডিও...

bjp viral COVID-19 covid
Advertisment