New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/05/pragya-thakur.jpg)
"প্রতিদিন যদি দেশি গোমূত্র পান করা যায়, তবে তা কোভিড থেকে হওয়া ফুসফুস সংক্রমণ সারিয়ে দেয় ৷ আমি রোজ গোমূত্র পান করি"
দেশে বাড়ছে করোনা। তবে এবার সেই কোভিড সারিয়ে দেওয়ার নিদানও দিলেন বিজেপির বিধায়ক সাধ্বী প্রজ্ঞা। তিনি জানিয়েছেন রোজ নির্দিষ্ট পরিমাণ দেশি গোমূত্র পান করেছেন বলেই এখনও তিনি নিজে করোনা মুক্ত রয়েছে। অতিমারী সৃষ্টিকারী ভাইরাস তাঁর ধারে কাছে আসতে পারেনি।
বিজেপির ভোপালের সাংসদ ঠিক কী বলেছেন? দলীয় সমাবেশে নেত্রী বলেন, "প্রতিদিন যদি দেশি গোমূত্র পান করা যায়, তবে তা কোভিড থেকে হওয়া ফুসফুস সংক্রমণ সারিয়ে দেয় ৷ আমি রোজ গোমূত্র পান করি ৷ তাই করোনা প্রতিরোধে আমাকে কোনও ওষুধ খেতে হয় না।"
Cow urine eliminates lung infections caused due to Covid: BJP MP Pragya Thakur said.
Someone please tell #PragyaThakur thr is a life outside gaushala.
Statements like these r an insult to all virologists, frontline workers who r doing everything beyond thr capacity to save lives pic.twitter.com/uia7HOhULQ— Jagan Patimeedi (@JAGANTRS) May 17, 2021
Bhopal MP #PragyaThakur says cow urine prevents coronavirus.
Le Vaccine manufacturers: pic.twitter.com/MSO9JPWREY— Andy (@iamandy1987) May 17, 2021
প্রসঙ্গত, দু বছর আগে সাধবী প্রজ্ঞা দাবি করেছিলেন দুটি গোজাত দ্রব্যের সঙ্গে গোমূত্র মিশিয়ে পান করে তাঁর ক্যানসার নিরাময় হয়েছে৷ গত বছর অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপি সাংসদ। তাঁকে দিল্লির এইমসে ভরতি করতে হয়েছিল। শরীরে করোনার উপসর্গও ছিল। তবে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন