scorecardresearch

‘ব্ল্যাক মোমো’! কখনও দেখেছেন? ভিডিও দেখে অবাক হবেন  

কিছু মানুষের প্রতিক্রিয়া একেবারে অবাক করার মতই।

black momos, black momos viral video, viral news, black momos video,

আপনি কি মোমো খেতে পছন্দ করেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই খবরটি আপনারই জন্য। এখন বাজারে এসেছে নতুন মোমো। এই মোমো দেখার পর অর্ধেকেরও বেশি মানুষের রাতের ঘুম চলে গেছে। আপনিও যদি মোমো প্রেমী হয়ে থাকেন, তাহলে এই মোমো দেখে আপনার প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না। ব্ল্যাক মোমো’র ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে, যাতে এক ফুড ব্লগারের ব্লগে উঠে এসেছে ব্ল্যাক মোমো। মোমো’র রঙ সাধারণ ভাবে সাদা হয়। এছাড়া ফ্রায়েড বা প্যান ফ্রায়েড মোমোতে রঙের কিছু বদল হয়। কিন্তু তা বলে কুচকুচে কালো মোমো!

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ফুড ব্লগার একটি প্লেটে কালো মোমো নিয়েছেন। ভিডিও পোস্ট করার পর লোকজনকে জিজ্ঞেস করা হচ্ছে তারা এই ব্ল্যাক মোমো খেতে চান কি না? ব্লগার একটি চমৎকার ভিডিওর মাধ্যমে ব্ল্যাক মোমো’রেসিপি তুলে ধরেছেন। এই মোমো দেখার পর মনে হচ্ছে মোমোগুলো আগুনে পুড়ে গেছে।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর মানুষের প্রতিক্রিয়াও সামনে আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন যে এটাই এখন দেখার বাকি ছিল কিনা, এটি অবশ্যই দিল্লিতে হয়েছে। অনেকেই মোমোর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। কিছু মানুষের প্রতিক্রিয়া একেবারে অবাক করার মতই।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Black momo viral video on social media