ব্ল্যাক প্যান্থার! নামেই শিহরণ জাগে। মৃত্যুর বার্তা বয়ে আনে জঙ্গলের এই শ্বাপদ শ্রেণীর এই প্রাণী। আর এই ব্ল্যাক প্যান্থারই এবার ক্যামেরায় ধরা পড়ল।
ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় আচানকমার ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছিল কিছুদিন আগে। সেই ক্যামেরাতেই ধরা পড়ল ব্ল্যাক প্যান্থারের উপস্থিতি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই যথারীতি ভাইরাল।
সংবাদসংস্থা এএনআই এর প্রতিবেদন অনুযায়ী, লকডাউনে মার্চ মাসের ২৫ তারিখ থেকে এপ্রিলের ২৫ তারিখ পর্যন্ত এই ট্র্যাপ ক্যামেরা গুলো প্রতিস্থাপন করা হয়েছিল বিলাসপুরের জঙ্গলে। সেই ক্যামেরাতেই হিংস্র এই প্রাণী নিজের উপস্থিতি জানান দিয়েছে।
এএনআই কে দেওয়া সাক্ষাৎকারে আচানকমার ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের প্রধান অধিকর্তা এস গুপ্তা জানান, "ব্ল্যাক প্যান্থারের এখানে দুর্লভ। তবে ২০১৭ সালেও ব্ল্যাক প্যান্থারের উপস্থিতি নজরে এসেছিল। বাঘের সংখ্যা গোনার জন্য মার্চের ২৫ থেকে এপ্রিলের ২৫ পর্যন্ত ক্যামেরা লাগানো ছিল। এখন দেখতে হবে জঙ্গলে ব্যাঘ্র শাবক কিংবা অন্য কোনো কালো প্যান্থার রয়েছে কিনা।"
নেটিজেনদের কাছে ব্ল্যাক প্যান্থারের এই ছবি বেশ সমাদৃত হয়েছে। অনেকেই রুইয়ার্ড কিপলিংয়ের 'দ্য জাঙ্গল বুক' এর বাঘেরার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন এই ব্ল্যাক প্যান্থারের।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ছত্তিশগড়ের গরিয়াবান্দ জেলায় উদন্তী-সিতাংদি ব্যাঘ্র অভয়ারণ্য কেন্দ্রেও একটি ব্ল্যাক প্যান্থার দেখা গিয়েছিল বলে খবর ছড়িয়েছিল। এবার সেই রাজ্যেই অন্য ব্ল্যাক প্যান্থার।