New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-200.jpg)
কিলবিল করছে জলদানব, তার মাঝেই ব্যক্তির অকুতোভয় জার্নি.. ভিডিও চমকে দেবে
শিউরে ওঠার মত ভিডিও...
কিলবিল করছে জলদানব, তার মাঝেই ব্যক্তির অকুতোভয় জার্নি.. ভিডিও চমকে দেবে
নদীতে কিলবিল করছে কুমির। তার মাঝেই ছুটে চলেছে মোটর চালিত নৌকা। এমনই এক হাড়হিম করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। সাধারণ ভাবে হঠাৎ করে নদীতে একটা কুমিরের দেখা মিললেই যেখানে হুলস্থূল পড়ে যায় সেখানে ভিডিওতে দেখা যাচ্ছে নদীকে শ’য়ে শ’য়ে কুমির কিলবিল করছে তার মাঝেই নৌকাটি ছুটে চলেছে। ভিডিও দেখে শিউরে উঠেছে নেটিজেনরা।
হাড়হিম এই ভিডিওটি শেয়ার হয়েছে এক্স-এ। ভিডিওতে আপনি দেখতে পাবেন যে, নৌকা যতই এগিয়ে যাচ্ছে, কুমিরের দল এদিক ওদিক দৌড়াতে শুরু করে। মাত্র ৩৯ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত ১৯.১ মিলিয়ন মানুষ দেখেছেন।
Bro is fearless 😬 pic.twitter.com/aSoia90Orf
— Crazy Clips (@crazyclipsonly) October 15, 2023