/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/cancer-survivor-viral-bridal-photoshoot-759.jpg)
বিয়ের দিন সুন্দর করে সাজবেন, এমনটাই ইচ্ছা ছিল বৈষ্ণবী পুভানেদ্রনের। তবে মরণ রোগের দাপটে সেই স্বপ্ন ফিকে হয়ে গিয়েছিল। এরপরই ক্রমশ বেরঙিন হতে শুরু করে বৈষ্ণবীর জীবন। তবে ঘুরে দাড়ালেন বৈষ্ণবী। জীবন-মরণের টানাপোড়নেও যে অসুস্থ রুপের প্রেমে পড়া যায়, তা দেখালেন তিনি।
বিয়ের টায়রা, কানের দুল আর প্রাণ খোলা হাসিতে ফটোশুট করছেন তিনি। যার নাম ‘দ্যা বোল্ড ইন্ডিয়ান ব্রাইড’৷ ক্যান্সার জয়ী এক নববধূর রূপে নিজের ছবি তুলেছেন পিল্লাই৷ যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে নভি ইন্দ্রন পিল্লাই নামে পরিচিত বৈষ্ণবী।
ভারতীয় বংশদ্ভুত পিল্লাই বলেন, ক্যান্সার আক্রান্ত সকলকে মানসিক মনোবল জোগাবে এই ছবিগুলি। নিজের ওপর বিশ্বাস করতে শেখাবে, নিজের সৌন্দর্য্যের প্রতি আজও ভরসা আসবে।
নভির মতে, ‘‘ক্যান্সারের চিকিৎসা চলাকালীন সমস্ত সৌন্দর্য্য চলে যায়৷ বিশেষ করে চুল পড়তে শুরু করে, সে কারণেই মনোবল দুর্বল হয়ে পরে। বিয়ের দিন কেমন লাগবে, তা নিয়ে মেয়েদের নানা স্বপ্ন থাকে। কিন্তু সেই শুভক্ষণের আগেই যদি মরণ রোগ এসে থাবা বসায় তাহলে সেই স্বপ্ন নিমেষে মুছে ফেলেন ক্যান্সার আক্রান্তরা। বাতিল করে দেয় বিয়ের দিন"।
পিল্লাই লিখেছেন, নিজেকে ক্যানসার মুক্ত ভেবেছিলাম পাঁচ বছর আগে৷ কিন্তু, সেই সুখ বেশি দিন টিকল না। ফের ফিরে এল দুঃস্বপ্ন। তবে এবার তার রুপ আরও মারাত্মক। শুরু হল কেমোথেরাপির যন্ত্রণা। ২০১৮-র ডিসেম্বরে শেষ কেমো নিয়েছেন তিনি৷ আর পাঁচটা মেয়ের মতো স্বপ্ন ছিল তাঁরও বিয়ে হবে হইচই করে৷ ভালোবাসার মানুষটির সঙ্গে সেই দিনের স্বপ্নও বুনেছিলেন তিনি৷ কিন্তু বাঁধা হয়ে দাঁড়াল এই মরণ রোগ।
পিল্লাই তাঁর ইনস্টাগ্রামের এক পোস্টে লেখেন, ‘‘আমি জানি আমি আর সুন্দরী নই, নববধূর মতো সুন্দরী হওয়া এ জন্মে আর হবে না৷ চুল আমাকে যে সৌন্দর্য্য দিয়েছিল, তা আমি হারিয়েছি। কিন্তু তাতে কী, আমি এখন যেরকম, সে রূপকেই মেনে নিয়েছি। আর যেটা দ্রুত গতিতে সমানে আসছে তাকেও স্বাগত জানাতে আমি প্রস্তুত।’’
লাল টুকটুকে শাড়ি, সবুজ ব্লাউজ, কুন্দনের গয়না, হাতে মেহেন্দী- সব মিলিয়ে বিয়ের সাজে নিজেকে সাজিয়ে প্রকাশ্যে তুলে ধরেছেন বৈষ্ণবী। এ সবের লক্ষ্য শুধুই মনোবল বাড়ানো। জীবনকে তোলপাড় করে দেয় ক্যানসার, কিন্তু আপনি কীভাবে জীবন কাটাবেন সেই চাবিকাঠি আপনার হাতেই। এমন বার্তাই দিতে চেয়েছেন বৈষ্ণবী।
বৈষ্ণবীর মেকআপ ম্যান জানিয়েছেন, তাঁকে সাজাতে প্রথম চ্যালেঞ্জ ছিল চোখের ওপর ভুরু আঁকা। মারণ রোগের দাপটে একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল ভ্রু। এরপর টায়রা টিকলি পড়ানো, সুতো দিয়ে বাঁধা হয়েছে গয়না।
সোশাল মিডিয়ায় সেইছবি ভাইরাল হওয়া মাত্রই সকলে বৈষ্ণবীর আরোগ্য কামনা করেছেন। একজন তাঁর ছবিতে মন্তব্য করেছেন, "তুমি শক্তিশালী, তুমি সুন্দরী, আরও শক্তিশালী হয়ে ওঠো"। অন্য আরেকজন লিখেছেন, "আপনার মুখের হাসি পরাজিত করবে মারণ রোগকে"।
Read the full story in English