New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/bole-chudiyan-indonesia-1200.jpg)
যা এখন রীতিমত হিট সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ১.৮ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে ইউটিউবে।
বলিউড প্রেমী শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। গোটা বিশ্ব জুড়ে রয়েছে বলিউডের অনুগামীরা। মূলত,৯০ সাল থেকে ২০০০ সালের মাঝের সিনেমা গুলি বিপুল হারে জনপ্রিয়তা পায়। সে সময়ের জনপ্রিয় সিনেমা কাভি খুশি কাভি গাম ছবির বলে চুরিয়া গানের স্পুফ ভিডিও মাতাচ্ছে সোশ্যাল মিডিয়াকে। ক্যামেরার কাট শট থেকে এডিটিং, হাসি অভিনয়, চাওনি সমস্তটাকে হুবহু নকল করেছে ইন্দোনেশিয়ার বেশ কিছু শিল্পী।
হু হু করে শেয়ার হচ্ছে সেই ভিডিও। শট বাই শট নকল। পোশাকও নকল করেছে তারা। যা এখন রীতিমত হিট সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ১.৮ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে ইউটিউবে।