scorecardresearch

বড় খবর

বলিউড গানে নেচেই সোশ্যাল মিডিয়া ‘সেনসেশন’! সিকিমের এই শিক্ষককে চেনেন?

বলিউডেও কাজ করতে চেয়েছেন, সিকিম সেনসেশন নামে খ্যাত এই মানুষটি।

বলিউড গানে নেচেই সোশ্যাল মিডিয়া ‘সেনসেশন’! সিকিমের এই শিক্ষককে চেনেন?
সোনাম টি ভুটিয়া।

সোশ্যাল মিডিয়া মানেই উন্মাদনা! সোশ্যাল মিডিয়া মানেই সকলের নজর কেড়ে সেরার সেরা হওয়ার লড়াই। করোনা কাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নানা মজাদার ভিডিও আমাদের সকলের নজর কেড়েছে। আমরা দেখেছি অজানা নানান প্রতিভা। ড্যান্সিং ড্যাড রিকি পণ্ড থেকে শুরু করে কিলি পলের লিপ সিঙ্ক। এই ধরণের ভাইরাল ভিডিও আমাদের মনকে কিছু সময়ের জন্য একেবারেই ফুরফুরে করে তোলে। মাঝে মাঝে ভাইরাল হওয়া কিছু বিরল প্রতিভার রেশ থেকে যায় আমাদের মধ্যে মাসের পর মাস।

গান-নাচে একাধিক ভিডিও’ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে থাকে কিন্তু আপনাদের কী মনে আছে স্কুলের এক অনুষ্ঠানে ফাঁকা মাঠেই একা নাচ করে লাইম লাইটের আলোয় এসেছিলেন সোনাম টি ভুটিয়া। তার নাচ ফেসবুকে ব্যপক ভাইরাল হয়েছিল। এক লক্ষের কাছাকাছি ভিউ হয়েছিল সোনামের সেই নাচ। রাতারাতি সকলকে তাক লাগিয়ে প্রচারের আলোয় এসেছিলেন তিনি। যারা রেগুলার ইন্সটাগ্রাম ফলো করেন তারা সকলেই মাঝে মধ্যে সোনাম ভুটিয়ার নাচ দেখে থাকেন। সেই নাচ ভাইরাল হয়েছিল; স্কুলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সালটা ২০১৯। পেশায় শিক্ষকের এই নাচ সেদিন নজর কাড়ে সকলের। মুহুর্তেই হয়ে ওঠেন সকলের নয়নের মধ্যমণি।

রাতারাতি তকমাও জুটেছিল সোশ্যাল মিডিয়া সেনসেশনের। একাধিক ইন্টারভিউতে সোনাম জানিয়েছেন মাত্র তিন বছর বয়সেই নাচে হাতেখড়ি। এমনকী নিজের একটি নাচের স্কুল খোলার শখ রয়েছে তার। পাশাপাশি বলিউডেও কাজ করতে চেয়েছেন, সিকিম সেনসেশন নামে খ্যাত এই মানুষটি।

কোনদিন কারুর কাছে প্রশিক্ষণ না নিয়েই সোনামের প্রতিভার তারিফ করেছেন লাখ মানুষ। রোরাথাং স্কুলের সেদিনের সেই নাচ দেখে মোহিত হয়েছিলেন সকলেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোনামের আরেকটি নাচ। Mujhko Kya Hua গানের সঙ্গে পাহাড়ি এলাকায় সোনামের নাচ আবারও মন ছুঁয়ে গেছে সকলের। এই গানটি ১৯৯৮ সালে মুক্তি পাওয়া Kuch Kuch Hota Hai  সিনেমার এক জনপ্রিয় গান। এই গানে গলা মিলিয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ। জনপ্রিয় গানের সঙ্গে সোনামের নাচের দারুণ স্টাইল এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে সোনামের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা ২০ লক্ষ ছাড়িয়েছে। 

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Bollywood dance mujhko kya hua by a teacher sonam bhutia