Advertisment

Viral: সমাজের বুকে কাঁপুনি ধরিয়ে 'বোকা' হতে চায় তৃতীয় শ্রেণির রিক, 'মানুষ' হওয়ার লক্ষ্যে বিরাট বার্তা একরত্তির

কেরিয়ারের 'ইঁদুর দৌড়ে' যখন বিপন্ন শৈশব! জীবনের চলার পথে প্রতিপদে প্রতিযোগিতা মাঝে মধ্যে হাঁফ ধরিয়ে দেয়। ডাক্তার-ইঞ্জিনিয়ার-বিজ্ঞানী হওয়ার ভিড়ে ঠিক তখনই একরত্তি রিক চায় 'বোকা' হতে।

author-image
IE Bangla Web Desk
New Update
BOLPUR CHILD, STUPID, VIRAL VIDEO, BOLPUR CHILD WANTS TO BE STUPID, WHY BOLPUR CHILD WANTS TO BE STUPID IN FUTURE VIRAL VIDEO",

সমাজে কাঁপুনি ধরিয়ে 'বোকা' হতে চায় তৃতীয় শ্রেণির রিক, 'মানুষ' হওয়ার লক্ষ্যে বিরাট বার্তা একরত্তির

কেরিয়ারের 'ইঁদুর দৌড়ে' যখন বিপন্ন শৈশব! জীবনের চলার পথে প্রতিপদে প্রতিযোগিতা মাঝে মধ্যে হাঁফ ধরিয়ে দেয়। ডাক্তার-ইঞ্জিনিয়ার-বিজ্ঞানী হওয়ার ভিড়ে ঠিক তখনই একরত্তি রিক চায় 'বোকা' হতে।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় রিকের সেই মায়া ভরা মুখে 'বোকা' হতে চাওয়ার ভিডিও নাড়িয়ে দিয়েছে সমাজের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে। বীরভূমের লাভপুরের শীতলগ্রামের বাসিন্দা অভিজিৎ বাগদি । পেশায় দিনমজুর । মা সুমিন্দা বাগদি গৃহবধূ । তাঁদের ছেলে রিক। স্থানীয় লাভপুরের শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ।

তারই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যেখানে তাকে শিক্ষকের প্রশ্নের উত্তরে বলতে শোনা গিয়েছে, 'আমি বড় হয়ে বোকা হতে চাই' । একরত্তির জীবনের প্রতি এই গভীর মূল্যবোধ ভাবিয়ে তুলেছে সমাজকে । যেখানে প্রতিনিয়ত লোক ঠকানোর প্রতিযোগিতা। সেখানে এখনও এমন কেউ আছে যে আজকের এই দুনিয়ায় বোকা হয়ে বাঁচতে চায় এই ভেবে রিকের ভাবনাকে কুর্নিশও জানিয়েছেন অনেকে। কেউ কেউ কমেন্টে লিখেছেন, 'সামাজিক- রাজনৈতিক অবক্ষয়ের দিনে এই কথা কোথায় পেলো ছেলেটা, যা সবার মনে কাঁপুনি ধরিয়ে দেবে'।

বড় হয়ে কী হতে চাও? স্কুল জীবনে সকলকেই এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। কেউ চায় ডাক্তার হতে, কেউ'বা ইঞ্জিনিয়ার, কেউ আবার স্কুল মাস্টার, কেউ হতে চায় পুলিশ! সকলেই জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। কিন্তু কেউ কী চায় 'বোকা' হয়ে থাকতে? না বোকা হতে আজকাল কেউ'ই চায় না। বোকা হলে যে সমাজ তাকে মানবে না। লোকেরা ঠকিয়ে নেবে তার থেকে। কিন্তু সমাজমাধ্যমের সম্প্রতি এক স্কুল ছাত্রের 'আজব ইচ্ছার' কথা শুনে 'তাজ্জব' হয়ে গিয়েছেন সকলে।

ক্লাসরুমে মাস্টারমশাইয়ের প্রশ্নের উত্তরে মায়াভরা মুখে তৃতীয় শ্রেণির পড়ুয়া রিক বাগদিকে বলে উঠতে শোনা যায়, 'আমি বড় হয়ে বোকা হতে চাই'। উত্তর শুনেই থমকে যান শিক্ষক নিজেই। শিক্ষক বলে ওঠেন, 'বোকা হলে সবাই তো তোমাকে ঠকিয়ে নেবে'! শুনে রিক মাস্টারমশাইকে জানায়, ‘ঠকিয়ে নেয় তো নেবে! বোকা হলে আমি তো কাউকে ঠকিয়ে নিতে পারব না।’ শৈশবের এমন ভাবনায় অবাক হয়ে যান শিক্ষক নিজেই। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি। এরপরই তা ঝড়ের বেগে ভাইরাল।

মাস্টারমশাই রিপনকান্তি বালা জানিয়েছেন, 'এমনিতে শান্ত স্বভাবের রিক। পড়াশুনায় বেশ ভালই। তবে ক্লাসের প্রতিযোগিতা থেকে নিজেকে বরাবর দূরে সরিয়ে রাখে সে। শান্ত স্বভাবের জন্য রিক সকলের কাছে বেশ প্রিয়।

রিকের বাবা পেশায় দিনমজুর বাবা অভিজিৎ বাগদি। অভাবের সংসার। নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। সেই পরিবারের ছেলের এমন মহৎ ভাবনা চোখের কোণায় জলও এনেছে অনেকের। সত্যি রিক কিন্তু চায় বোকা হয়েই থাকতে। কারণ হিসাবে রিক বলে , 'বাবা বলে, বোকা পেয়ে সবাই আমাকে ঠকায়। কিন্তু বাবা কখনও কাউকে ঠকায় না। আমিও বাবার মত কাউকে ঠকাতে চাই না।’

viral
Advertisment