Advertisment

বিয়ে করতে আস্ত বিমান বুকিং, ভিডিও ভাইরাল হতেই তাজ্জব নেটপাড়া

সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, 'বর বাবাজি' পুরো পরিবারকে একসঙ্গে বিয়েতে নিয়ে যাওয়ার জন্য একটি আস্ত বিমান বুক করেছেন

author-image
IE Bangla Web Desk
New Update
Wedding Group Booking For flight,flight,flight Booking,Man Books An Entire Plane,Travel,Travel With Family,Wedding,Wedding news,Wedding videos

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আত্মীয়-স্বজনদের জন্য পুরো ফ্লাইট বুক করেন এক যুবক। মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিও। দেখার পর নেটিজেনদের প্রশ্ন খরচ কত হল? বিয়ে নিয়ে হামেশাই নানান মজার মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। দিনটি বর এবং কনে উভয়ের জন্যই খুবই স্পেশ্যাল। বিশেষ এই দিনটিকে 'স্মরণীয়' করে রাখতে কোন খামতি রাখতে চায় না বর-কনে। বিয়ের এই বিশেষ দিনটি উদযাপনের জন্য কিছু কিছু মানুষ অনন্য কৌশল অবলম্বন করেন। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হুঁশ উড়িয়ে দিয়েছে।

Advertisment

এমনিতেই বিয়ের কয়েকদিন আগে থেকেই পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন বাড়িতে ভিড় করেন। বরযাত্রী বা কনে যাত্রী যাওয়ার জন্য অনেকেই বাস-প্রাইভেট গাড়ি বুক করে থাকেন। অনেকে আবার অতিথি ও স্বজনদের জন্য ট্রেনও বুকিং করেন। তবে সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, 'বর বাবাজি' পুরো পরিবারকে একসঙ্গে বিয়েতে নিয়ে যাওয়ার জন্য একটি আস্ত বিমান বুক করেছেন, যার যাত্রার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, ফ্লাইটে দারুণ মজা করে সব আত্মীয়-স্বজনকে বিয়ে করতে যাচ্ছেন হবু বর। ক্যামেরা দেখেই হাত নাড়তে দেখা যায় আত্মীয় পরিজনদের। এর আগেও, সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও দেখা গিয়েছিল, যাতে পুরো ফ্লাইট বুক করার পরে পরিবার এবং আত্মীয়রা তাদের গন্তব্যে পৌঁছেছেন এক দম্পতি। সেই ভিডিও'ও তুমুল ভাইরাল হয় নেটদুনিয়ায়।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে theshubhwedding নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে, ভিডিওটি দাবানলের মত ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। এখন পর্যন্ত ৩৯ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। ভিডিওটি দেখে ব্যবহারকারীরা বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'দেখে খুবই ভাল লাগছে । অভিনব, বিমান ভাড়ায় কত খরচ হল? আরেক ব্যবহারকারী লিখেছেন, 'ভাগ্যবান আপনি। তবে সবার টিকিট বুকিংয়ে কত টাকা খরচ হয়েছে তা অবশ্যই জানতে হবে। অন্য একজন লিখেছেন, 'অভিনব আইডিয়া'।

weeding viral video
Advertisment