New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-82.jpg)
সেই মেসেজ শেয়ার করে অফিস বস ক্যাপশনে লিখেছেন....
মদ্যপ অবস্থায় কখনও কখনও এক্স গার্লফ্রেন্ডের ফোনে মাঝরাতে WhatsApp-এ মেসেজ যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু তা বলেই অফিসের বসকে মদ খেয়ে মেসেজ? অবাক কাণ্ডের স্ক্রিনশট এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই মেসেজ শেয়ার করে অফিসের বস ক্যাপশনে লিখেছেন, 'প্রেমে ব্যর্থ হয়ে মাঝ রাতে মদ্যপ অবস্থায় এক্স গার্লফ্রেন্ডকে মেসেজ পাঠানো স্বাভাবিক, কিন্তু কর্মচারীর কাছ থেকে এমন কোন মেসেজ পেয়েছেন কখনও'?
বেসরকারি সংস্থা মানেই কাজের চাপ। সকাল থেকে রাত পর্যন্ত মানসিক চাপ। বসের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ… আরও কত কী…! কিন্তু সম্প্রতি এক কর্মচারি মদ্যপ অবস্থায় অফিস বসকে এমন কিছু মেসেজ করলেন যা দেখে চোখ কপালে অফিস বসের। কী লেখা হয়েছে সেই মেসেজেও ? তাতে লেখা হয়েছে ' বস আমি এখন মদ্যপ অবস্থায় রয়েছি। আমি আপনাকে বলতেই চাই, আমার উপর ভরসা রাখার এবং এগিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ভাল সংস্থায় চাকরি পাওয়ার চেয়েও একজন ভাল ম্যানেজার পাওয়া কঠিন'। এই ব্যাপারে আমি সৌভাগ্যবান।'
Drunk text from ex is okay but have you ever received drunk texts like these? pic.twitter.com/rvkaGMYqLl
— Siddhant (@siddhantmin) August 4, 2023
সোশ্যাল মিডিয়ায় মেসেজে স্ক্রিনশট শেয়ার হওয়া মাত্রই তা ভাইরাল হয়ে যায়। বসের প্রতি কর্মীর এমন আনুগত্য-শ্রদ্ধা মুগ্ধ করেছে সকলকে। সেই সঙ্গে অনেকেই বসের এমন ফ্রেন্ডলি স্বভাবের জন্য সকলেই বসের প্রশংসায় পঞ্চমুখ।