New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-87.jpg)
হাইটেনশন লাইনের পাতলা তারের ওপর নাচছেন ওই যুবক।
হাইটেনশন লাইনের পাতলা তারের ওপর নাচছেন ওই যুবক।
হাইটেনশন লাইনের পাতলা তারের ওপর নাচছেন ওই যুবক।
মাটি থেকে কয়েক ফুট ওপরে হাইটেনশন লাইনে নাচ যুবকের। এমন ভিডিও দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় হিরো হওয়ার নেশায় মানুষ অনেক সময় নিজের জীবনকে বিপন্ন করতে একবারও ভাবে না। এই ভিডিও তারই দৃষ্টান্ত।
ভিডিওতে দেখা যাচ্ছে যুবকটি মাটি থেকে কয়েক ফুট উপরে থাকা হাইটেনশন লাইনের পাতলা তারের ওপর নাচছেন ওই যুবক। খুব স্বাচ্ছন্দ্যে নাচছেন তিনি। সামান্য ভুলও বড় বিপদ ডেকে আনতে পারত যুবকের জীবনে। ভিডিওটি দেখে সকলেই অবাক।
এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন কয়েক লাখ মানুষ। ভিডিওটিতে ব্যবহারকারীদের প্রতিক্রিয়াও সামনে আসছে। এক ব্যবহারকারী লিখেছেন, 'আমরা কি দেখছ্ন, আপনি আপনার কাজ করুন এবং নেমে আসুন। কেন মৃত্যুকে ডাকছেন? অন্য এক ব্যবহারকারী লিখেছেন, সোশ্যাল মিডিয়ার হিরো হওয়ার দৌড় ছেড়ে বাস্তবকে মেনে চলুন।