New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/cats-228.jpg)
হৃদয়-ছোঁয়া কথোপকথনের এই আবেগঘন ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে।
ক্যান্সারে আক্রান্ত ভাই, অস্থি মজ্জা দান দাদার এমনই এক বিরল ঘটনার সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুই ভাইয়ের আবেগঘন ভিডিও। অস্ত্রোপচারের আগেই দুজনের মধ্যে কথোপকথনের একটি ভিডিও ক্লিপ এখন ভাইরাল।
ছোট ভাই ক্যান্সারে আক্রান্ত। বোন ম্যারো দান করে ভাইয়ের জীবন বাঁচিয়েছে দাদা। মার্কিন যুক্তরাষ্ট্রের দুই বালকের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রেস্টন, বেশ কিছুদিন ধরেই মারণ রোগে আক্রান্ত। চিকিৎসকরা জানান, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন ছাড়া আর কোন পথ নেই। ত্রাতা হয়ে এগিয়ে আসেন ভাই ক্যামেরন।
ক্যামেরন তার বোন ম্যারো দান করার আগে প্রেস্টনকে হাসপাতালে প্রায় একশো দিন কাটাতে হয়। ভাইরাল হওয়া দুই ভাইয়ের কথোপকথনের ভিডিওতে প্রেস্টন তার ছোট ভাইকে তার ‘জীবনের সুপারহিরো’ বলে উল্লেখ করে।
হৃদয়-ছোঁয়া কথোপকথনের এই আবেগঘন ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'অবশ্যই তুমিই ভাইয়ের বাস্তব জীবনের সুপারহিরো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।' অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এমন আবেগঘন ভিডিও চোখে জল এনে দিল’!