New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cats_be9169.jpg)
৬ বছর ধরে কোমায় থাকা শিশুকে সুস্থ প্রাণপাত বন্ধুদের। এমনই এক আবেগঘন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখার পর চোখের জল ফেলছেন লাখ লাখ মানুষ।
৬ বছর ধরে কোমায় থাকা শিশুকে সুস্থ প্রাণপাত বন্ধুদের। এমনই এক আবেগঘন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখার পর চোখের জল ফেলছেন লাখ লাখ মানুষ।
Motivational viral news: ৬ বছর ধরে কোমায় থাকা শিশুকে সুস্থ করতে প্রাণপাত বন্ধুদের। এমনই এক আবেগঘন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখার পর চোখের জল ফেলছেন লাখ লাখ মানুষ।
বন্ধুত্ব একটি সুন্দর অনুভূতি। বিপদে সকলে যখন পাশ থেকে সরে যায় ঠিক তখনই প্রকৃত বন্ধুই পাশে এসে সাসহ দেয়। বন্ধুত্বের একটি সুন্দর উদাহরণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটে যাতে দেখা যাচ্ছে কয়েকটি শিশু কীভাবে তাদের এক প্রাণের বন্ধুকে কোমা থেকে বের করে আনার জন্য চেষ্টা চালাচ্ছে।
অ্যাপার্টমেন্টের চতুর্থ তলা থেকে পড়ে গিয়ে দীর্ঘ ৬ বছর ধরে কোমায় রয়েছে এক শিশু। এখন তাকে কোমা থেকে বের করে আনতে তার কয়েকজন বন্ধু প্রতিদিন হাসপাতালে এসে তার সঙ্গে দেখা করে, তাকে উৎসাহ দেয়। শিশুটিকে কোমা থেকে বের করে আনার চেষ্টায় রীতিমত প্রাণপাত করছে তারা। এই সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন - < Russian Girl Video: অনর্গল ইংরেজিতেই মন জয়, বাকরুদ্ধ রুশ তরুণি, মুচির প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া >
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় শিশুটি কোমায় আছে এবং কারো সাথে কথা বলতে পারছে না। কিন্তু তার বন্ধুরা প্রায়ই তাকে সাহস দিতে হাসপাতালে আসে এবং তার সঙ্গে কথা বলে।
ভিডিওটি justiceforashray নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভাইরাল ভিডিও নিয়ে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন… এই শিশুটি কত ভাগ্যবান, সে এত সুন্দর বন্ধু পেয়েছে। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন….যদি বন্ধুত্ব সত্যি হয় তবে তা মৃত্যুও ছুঁতে পারবে না'।