জীবন সংগ্রামের ভিডিওগুলি একদিকে যেমন আমাদের মুগ্ধ করে তেমনই তা অনেকের ক্ষেত্রে অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায় । সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন অনেক প্রতিভা সামনে আসে যা দেখে মন ভারাক্রান্ত হতে বাধ্য। দিল্লির ফুটপাথে পড়াশোনা করে, সংসার চালাতে কাজও করে এই কিশোর। তার জীবনসংগ্রাম লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই কিশোরের কাহিনী।
Advertisment
ফুটপাতে থেকে পড়াশুনার পাশাপাশি সংসারের হাল ধরতে কাজও করে এক কিশোর। তার এই সংগ্রাম কাহিনী কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে আসে। ভিডিওটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন ছুঁয়ে গিয়েছে। ভিডিওটি দিল্লির এক ফটোগ্রাফার হ্যারি ১৬ ফেব্রুয়ারি তার ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেন। তারপরই ভিডিওটি হয়ে উঠে সোশ্যাল মিডিয়া সেনসেশন।
ভিডিওতে পবন নামের ছেলেটি হ্যারির সঙ্গে কথা বলতে দেখা যায়। কথপোকথনের মাধ্যমে জানা যায় পবন ক্লাস সিক্সের স্টুডেন্ট। পড়াশুনার পাশাপাশি সংসার চালাতে ফুটপাতে হেয়ারব্যান্ড বিক্রি করে সে। জানা যায় পবনের বাবা বাবা বর্তমানে কলকাতায় এবং তার মা বাড়িতে রয়েছেন।
পোস্টটি অনলাইনে ভাইরাল হওয়ার পর থেকে 10 মিলিয়ন ভিউজ পায়। হাজার হাজার মানুষ ভিডিওটিতে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ইউজার লিখেছেন, "সত্যিকারের জীবনীশক্তির এক অনন্য উদাহরণ এই কিশোর"। অপর একজন ব্যবহারকারী বলেছেন, " লক্ষ্যে দৃঢ়প্রতিজ্ঞ"।