New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/cats_8a2a6c.jpg)
এমন দৃশ্য দেখে সকলেই অবাক।
এমন দৃশ্য দেখে সকলেই অবাক।
এমন দৃশ্য দেখে সকলেই অবাক।
Trending Video: বর্ষা আসতে এখনও বেশ কিছুদিন বাকী। তার আগেই মুম্বই এবং পুনের মতো শহরেও প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন মানুষজন। তবে ভারী বৃষ্টিপাতের কারণে শহরের অনেক জায়গায় জল জমে গিয়েছে। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। এদিকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে পুনের এক যুবকের ভিডিও। ভিডিওতে তাকে সুযোগের পুরো সদ্ব্যবহার করতে দেখা যায়। ভিডিওতে ওই যুবককে রাস্তায় বর্ষার জলে গদি সমেত ভেসে যেতে দেখা গিয়েছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শেয়ার করেছেন উর্মি নামের এক ব্যবহারকারী। ভাইরাল হওয়া এই ক্লিপে দেখা যাচ্ছে, এক যুবক ফোমের গদিতে শুয়ে বৃষ্টির জলে ভেসে যাচ্ছে। পাশ দিয়েই চলছে যানবাহনও। এমন দৃশ্য দেখে সকলেই অবাক। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, "পুনের লোকেদের ঠাণ্ডা লাগেনা"?
আরও পড়ুন : < Trending Video: রানওয়েতে মুখোমুখি দুটি বিমান, মুম্বই বিমানবন্দরে তোলপাড়, ভিডিও দেখে শিউরে উঠেছে সকলেই >
Pune people got no chill? Naah, they got all the chul. #PuneRains pic.twitter.com/Im6e9ey4uR
— Urrmi (@Urrmi_) June 7, 2024
এই 15 সেকেন্ডের ক্লিপটি ৭ জুন শেয়ার করা হয়েছিল। তারপর থেকে এটি ৫০ হাজার মানুষ দেখেছেন এবং ৫০০ জনেরও বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন।