শ'য়ে শ'য়ে কুমিরের মাঝে সাঁতার শিশুর, আঁতকে ওঠার মত ভিডিও ভাইরাল!

এই ভিডিওটি ২২ নভেম্বর ইনস্টাগ্রামে শেয়ার করা হয়। তারপর থেকে, এই ভিডিওটি ২৫ লাখেরও বেশি লাইক পেয়েছে।

এই ভিডিওটি ২২ নভেম্বর ইনস্টাগ্রামে শেয়ার করা হয়। তারপর থেকে, এই ভিডিওটি ২৫ লাখেরও বেশি লাইক পেয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
"trending Video, viral video, shocking video, boy swimming in a pool full of crocodile, shocking video, boy video, crocodile video, baby video with crocodile, trending gharial video, stunt video, alligator video, viral stunt vide

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি চমকপ্রদ ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে একটি শিশু শ'য়ে শ'য়ে কুমিরের মাঝে সাঁতার কাটছে। ভিডিও দেখে চোখ কপালে নেটপাড়ার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নানান সময় নানান রোমহর্ষক ভিডিও ভাইরাল হয়। তেমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে আঁতকে উঠেছেন সকলেই।

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট শিশু সুইমিং পুলে সাঁতার কাটছে, সেখানে দেখা যায়, শিশুটির সঙ্গেই সাঁতার কাটতে মগ্ন শ'য়ে শ'য়ে কুমির ছানা। অবাক কাণ্ড হল শিশুটি কুমিরের সঙ্গে সাঁতার কাটছে, কিন্তু শিশুটিকে কোনভাবেই আক্রমণ করছে না কুমির ছানাগুলি। ভিডিওতে দেখা গেছে একটি কুমির ছেলেটির গায়েও চড়ে বেড়াচ্ছে। এই ভিডিওটি দেখার পর আপনিও রীতিমত অবাক হয়ে যাবেন।

Advertisment

এই ভিডিওটি ২২ নভেম্বর ইনস্টাগ্রামে শেয়ার করা হয়। তারপর থেকে, এই ভিডিওটি ২৫ লাখেরও বেশি লাইক পেয়েছে। জানা গিয়েছে ভিডিওটি দক্ষিণ আফ্রিকার।" এই ভিডিওটি সত্যিই খুব ভয়ঙ্কর। তবে জানাটা জরুরি, কুমিরছানা গুলি খুবই ছোট। যাদের কামড়ানোর অভ্যাস নেই। তারপরও এই ভাইরাল ভিডিও দেখে মানুষজন বেশ হতবাক

Viral Video Trending News