স্কুলের শিক্ষক-অভিভাবক মিটিয়ে কীভাবে মিথ্যা বলতে হয়, বাবাকে শিখিয়ে দিল একরত্তি। নিখুঁত পরিকল্পনার মজার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সম্প্রতি একটি শিশুর একটি মজার ভিডিও সামনে এসেছে, যাতে তাকে তার বাবাকে বলতে শোনা যাচ্ছে কীভাবে শিক্ষকের সামনে গুছিয়ে মিথ্যা বলতে হয়। শিশুটির এই ভিডিওটি মানুষ বেশ পছন্দ করছে।শিশুদের পারফরম্যান্স নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা করার জন্য অভিভাবক-শিক্ষক মিটিং প্রতি স্কুলেই অনুষ্ঠান হয়। এখানকার প্রায় প্রতিটি বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। যেখানে শিশুর অভিভাবকদের স্কুলে ডেকে তাদের কর্মক্ষমতা ও আচরণ নিয়ে আলোচনা করা হয়। মিটিংয়ে ছেলে-মেয়েদের দক্ষতা-ঘাটতি তাদের অভিভাবকদের সামনে তুলে ধরা হয়।
Advertisment
একটা সময় ছিল যখন শিক্ষক-অভিভাবক মিটিং নিয়ে তটস্থ হয়ে থাকত পড়ুয়ারা। তবে সেই পরিবেশ আজকে আর নেই। বাবা-মায়ের সঙ্গে শিশুদের সম্পর্ক এখন বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা আজকাল এর একটি উদাহরণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে শিশুটি তার বাবাকে শিক্ষকের সামনে কীভাবে কথা বলতে হবে তা ব্যাখ্যা করছে। শিশুটি বলে যে এটা বলা উচিত নয় যে সে স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে কুকিজ.. ইত্যাদি খায় এবং তারপর ঘুমিয়ে পড়ে। শিশুটিকে তার বাবাকে বলতে শোনা যায় শিক্ষকদের সামনে গিয়ে বলতে যে যে সে স্কুল থেকে এসে খিচুড়ি খায় এবং ঘুমিয়ে পড়ে। এই কথায় বাবা বলেন, আমি কেন মিথ্যে বলব, তুমি এসব কিছু খাও না।এই ভিডিওটি Instagram হ্যান্ডেল (@cheekuthenoidakid) দ্বারা Instagram-এ শেয়ার করা হয়েছে। ভাইরাল এই মজার ভিডিওটিতে শিশুর সরলতা নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে। কমেন্ট করে তাদের মতামতও জানিয়েছেন।