New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-98.jpg)
আকাশছোঁয়া স্টান্ট
ভিডিওতে বহুতলের ছাদে এক যুবককে স্টান্ট করতে দেখে অবাক সকলেই।
আকাশছোঁয়া স্টান্ট
বহুতল থেকে লাফ যুবকের, এক ইঞ্চি ভুলেই হতে পারত চূড়ান্ত পরিণতি। স্টান্ট ভিডিও দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় একটি মারাত্মক স্টান্ট ভিডিও আলোচনার বিষয় হয়ে উঠেছে। ভিডিওতে বহুতল ছাদে এক যুবককে স্টান্ট করতে দেখে অবাক সকলেই।
আমরা সোশ্যাল মিডিয়ায় স্টান্টের অনেক ভিডিও ভাইরাল হয়। স্টান্ট ভিডিওগুলি দেখে মানুষের শিরদাঁড়া দিয়ে রক্তের ঠাণ্ডা স্রোত বয়ে যায়। বর্তমানে এমনই একটি ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে চোখ কপালে নেটিজেনদের।
ভাইরাল হওয়া এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি @TheFigen_ নামের একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে হলুদ টি-শার্ট ও হাফ প্যান্ট পরা একটি ছেলেকে একটি বহুতলের ছাদে দ্রুত ছুটে যেতে দেখা যাচ্ছে। এরপর তিনি বহুতলের ছাদ থেকে লাফ দিয়ে অন্য এক বহুতলের ছাদে ঝাঁপ দেন। যখন এর ড্রোন ভিডিওটি দেখানো হয়, তা দেখে অবেক সকলেই।
OMG never do this! Don't gamble with your life!pic.twitter.com/qPOPHcNZyD
— The Figen (@TheFigen_) April 6, 2023
কোনরকম সিকিউরিটি সরঞ্জাম ছাড়াই ব্যক্তিকে এভাবে লাফিয়ে পড়তে দেখে ব্যবহারকারীরা হতবাক। স্টান্টের সময় একটি ছোট ভুলও ছেলেটিকে করুণ পরিণতির দিকে নিয়ে যেতে পারত। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে। যা খবর লেখা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দেখা হয়েছে ৩ লাখ ৮ হাজারের বেশি বার।
ভিডিওটি দেখে ব্যবহারকারীরা এটিকে অত্যন্ত বিপজ্জনক স্টান্ট বলছেন। তাই কেউ কেউ স্টান্ট ভিডিওটিকে জীবন নিজে জুয়া খেলার সমান বলেও উল্লেখ করে