Advertisment

প্রেমিককে ডেকে ফাঁকা ছাদে চুটিয়ে রোম্যান্স, মা আসতেই……! দেখুন video  

ভিডিও দেখে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
"Trending video, Viral Video, Girl's mother beating her boyfriend, Valentine's Day Videos, Funny Love Videos, shocking videos, Instagram Videos, Girl Videos, Boy Beating Videos, Boy Girl Videos, trending funny videos, Girlfriend Viral Video, Girlfriend Boyfriend Viral Video, caught on camera, caught, boyfriend, piper rockelle boyfriend, caught on tape, Caught on Video, caught kissing my girlfriends best friend, caught cheating, cheating on my girlfriend, i cheated on my girlfriend, boyfriend girlfriend status, pranking friends with girlfriend, Friends, boyfriend caring status, prank on girlfriend,

ভিডিও দেখে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়।

ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করতে মেতে উঠেছিল প্রেমিক প্রেমিকার দল (বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড ভিডিও)। ভ্যালেন্টাইন্স ডে পার হলেও প্রেমিক-প্রেমিকার মধ্যে তুঙ্গে প্রেমের উৎসাহ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রেমিক যুগলের অনেক ভিডিও (কাপল ভাইরাল ভিডিও) দেখা যাচ্ছে।

Advertisment

এমন একটি তরুণীর একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে (সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিও)। ছাদে বয়ফ্রেন্ডকে ডেকে রোমান্সে মেতে ওঠেন ওই তরুণী। হঠাৎ করেই মা ছাদে এসে ওই দৃশ্য দেখে প্রেমিক ও মেয়েকে জুতোপেটা করতে থাকেন এই ভিডিও দাবানলের মত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে মেয়েটির মাকে দেখে ছেলেটি বারান্দায় লুকানোর চেষ্টা করে। কিন্তু মায়ের চোখ চলে যা সেদিকেই...মেয়েটির মা তাকে দেখে চুলের মুঠি ধরে টেনে এনে জুতোপেটা করতে থাকে। সেই সঙ্গে নিজের মেয়েকেও জুতোপেটা করতে দেখা যায় মহিলাকে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে ঘর কে কালেশ অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। বর্তমানে, এটি ইন্টারনেটে ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করছে। এই ভিডিও দেখে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন। অনেকেই নানান মজার মন্তব্যও করেছেন ভিডিওটিতে

love viral
Advertisment