নকশাতেই রয়েছে চমকের ছড়াছড়ি, ফেলে দেওয়া যন্ত্রাংশ দিয়েই তৈরি অভিনব এই গাড়ি, দেখুন ভিডিও

যুবকের নজরকাড়া কীর্তি মাথা ঘুরিয়ে দেবে

যুবকের নজরকাড়া কীর্তি মাথা ঘুরিয়ে দেবে

author-image
IE Bangla Web Desk
New Update
jugaad gadi video viral, jugaad gadi video, viral video, viral video of jugaad gadi, Boys Made Four wheeler vehicle using bike engine and junk , Boys Made Four wheeler vehicle , Four wheeler vehicle using bike engine and junk material, Four wheeler vehicle, Four wheeler vehicle made by bike engine and junk material, jugaad, jugaad video, jugaad video viral, jugaad viral video, desi jugaad, trending video

যুবকের নজরকাড়া কীর্তি মাথা ঘুরিয়ে দেবে

বাইকের ইঞ্জিন, ফেলে দেওয়া যন্ত্রাংশ ব্যবহার করে তৈরি করলেন সাধের চারচাকা। ভিডিও দেখলে আপনিও ফ্যান হয়ে যাবেন। ভিডিওতে দেখা যাবে হাতে তৈরি সেরা ডিজাইনের তৈরি গাড়ি নিয়েই রাস্তায় বেরিয়ে পড়েছেন যুবক। তার এই কীর্তি অবাক করেছে সকলকে। এতে লাগানো হয়েছে বাইকের ইঞ্জিন। একই সঙ্গে স্টিয়ারিংয়ে ডিজাইনও চমকে দেবে আপনাকে।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় কখনও কেউ গাড়িকে হেলিকপ্টারে পরিণত করেন তো কেউ আবার জলের ড্রাম দিয়ে কুলার তৈরি করে সকলকে তাক লাগিয়ে দেন। এখন এমনই একটি সেরা উদ্ভাবন অবাক করেছে সকলকে। যার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে সবাই অবাক। এই ভিডিওটিতে এক ব্যক্তি বাইকের ইঞ্জিন, ফেলে দেওয়া যন্ত্রাংশ ব্যবহার করে আস্ত একটি গাড়ি তৈরি করেছেন।

গাড়িতে লাগানো হয়েছে পুরনো টিন। ব্যবহার করা হয়েছে পুরনো টায়ার। দুর্দান্ত এই গাড়ি এখন ছুটে চলেছে রাস্তায়। যা দেখে ভিরমি খাচ্ছেন নেটিজেনরা। এই ভাইরাল ভিডিওটি টুইটারে পোস্ট করা হয়েছে (@being_happyyy) নামের একটি অ্যাকাউন্ট থেকে। ২৯ সেকেন্ডের এই ক্লিপে আপনার মাথা ঘুরিয়ে দেবে।

Advertisment

ভিডিওটি এখন পর্যন্ত হাজার হাজার লাইক পেয়েছে। তবে এ ধরনের গাড়ি নিয়ে রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। তা সত্ত্বেও এই উদ্ভাবনকে স্যালুট জানিয়েছে নেটিজেনরা।, কম খরচের এমন চারচাকা আবিষ্কার করা সবার সাধ্যের বাইরে। এই গাড়ী সম্পর্কে আপনার মতামত জানান কমেন্টে।  

viral