New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-334.jpg)
যুবকের নজরকাড়া কীর্তি মাথা ঘুরিয়ে দেবে
যুবকের নজরকাড়া কীর্তি মাথা ঘুরিয়ে দেবে
যুবকের নজরকাড়া কীর্তি মাথা ঘুরিয়ে দেবে
বাইকের ইঞ্জিন, ফেলে দেওয়া যন্ত্রাংশ ব্যবহার করে তৈরি করলেন সাধের চারচাকা। ভিডিও দেখলে আপনিও ফ্যান হয়ে যাবেন। ভিডিওতে দেখা যাবে হাতে তৈরি সেরা ডিজাইনের তৈরি গাড়ি নিয়েই রাস্তায় বেরিয়ে পড়েছেন যুবক। তার এই কীর্তি অবাক করেছে সকলকে। এতে লাগানো হয়েছে বাইকের ইঞ্জিন। একই সঙ্গে স্টিয়ারিংয়ে ডিজাইনও চমকে দেবে আপনাকে।
সোশ্যাল মিডিয়ায় কখনও কেউ গাড়িকে হেলিকপ্টারে পরিণত করেন তো কেউ আবার জলের ড্রাম দিয়ে কুলার তৈরি করে সকলকে তাক লাগিয়ে দেন। এখন এমনই একটি সেরা উদ্ভাবন অবাক করেছে সকলকে। যার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে সবাই অবাক। এই ভিডিওটিতে এক ব্যক্তি বাইকের ইঞ্জিন, ফেলে দেওয়া যন্ত্রাংশ ব্যবহার করে আস্ত একটি গাড়ি তৈরি করেছেন।
গাড়িতে লাগানো হয়েছে পুরনো টিন। ব্যবহার করা হয়েছে পুরনো টায়ার। দুর্দান্ত এই গাড়ি এখন ছুটে চলেছে রাস্তায়। যা দেখে ভিরমি খাচ্ছেন নেটিজেনরা। এই ভাইরাল ভিডিওটি টুইটারে পোস্ট করা হয়েছে (@being_happyyy) নামের একটি অ্যাকাউন্ট থেকে। ২৯ সেকেন্ডের এই ক্লিপে আপনার মাথা ঘুরিয়ে দেবে।
Desi jugaad or desi innovation? #jugaad #innovation pic.twitter.com/CwxFCmjjsD
— Neeraj M (@being_happyyy) July 27, 2023
ভিডিওটি এখন পর্যন্ত হাজার হাজার লাইক পেয়েছে। তবে এ ধরনের গাড়ি নিয়ে রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। তা সত্ত্বেও এই উদ্ভাবনকে স্যালুট জানিয়েছে নেটিজেনরা।, কম খরচের এমন চারচাকা আবিষ্কার করা সবার সাধ্যের বাইরে। এই গাড়ী সম্পর্কে আপনার মতামত জানান কমেন্টে।