New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-24.jpg)
ভিডিওতে দুই খুদেকে "সুপার হিরোস” বলে উল্লেখ করা হয়েছে।
দিন কয়েক আগেই বর্ষায় পথ কুকুরদের প্রতি বাড়তি সতর্ক থাকার আবেদন জানিয়ে রতন টাটার একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এর আগেও বর্ষার দিনে কলকাতার রাস্তার একই ছাতার নিচে পথ কুকুরদের সঙ্গে ডিউট পালন করতে দেখা গিয়েছে কর্তব্যরত এক ট্রাফিক পুলিসকে। এবার হাঁটু জল পেরিয়ে আতঙ্কিত পথকুকুরকে বাঁচিয়ে সোশ্যাল মিডিয়ায় বাহবা আদায় করে নিল দুই খুদে।
হৃদয়বিদারক ভিডিওতে, দুটি ছেলেকে নর্দমার জল পেরিয়ে একটি সরু প্রান্তে আটকে থাকা আতঙ্কিত এক কুকুরকে উদ্ধারের ভিডিও মানুষকে আবেগপ্রবণ করে তুলেছে। অবিশ্বাস্য যত্ন এবং সংকল্পের সঙ্গে তারা কুকুরটিকে উদ্ধার করে। ভিডিওতে দুই খুদেকে "সুপার হিরোস” বলে উল্লেখ করা হয়েছে।
৩ মে ইনস্টাগ্রামে শেয়ার করার পর থেকে, ভিডিওটি ৭২ লক্ষ ভিউ এবং ১৩ লক্ষ লাইক সংগ্রহ করেছে। ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়ে এক ইউজার লিখেছেন, ঈশ্বর তোমার মঙ্গল করুক।