New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-71.jpg)
কেউ কেউ এমন ঘটনাকে অলৌকিক বলেও অভিহিত করেছেন।
কেউ কেউ এমন ঘটনাকে অলৌকিক বলেও অভিহিত করেছেন।
কেউ কেউ এমন ঘটনাকে অলৌকিক বলেও অভিহিত করেছেন।
১০ মিনিটে ছয়টি সন্তানের জন্ম দিয়ে তামাম বিশ্ববাসীকে চমকে দিয়েছেন এক মহিলা। আর এই কাহিনী সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমত ভাইরাল।
বিশ্বে মাঝে মধ্যে নানান শোরগোল ফেলে দেওয়া ঘটনা সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে আসে। এমনই এক ঘটনা সামনে এসেছে ব্রাজিলে, যেই শুনেছেন সেই এই ঘটনায় অবাক।
ব্রাজিলে ঘটে গিয়েছে এক তোলপাড় ফেলা ঘটনা। সেদেশে এক মহিলা ১০ মিনিটের মধ্যে দু-তিনটি নয়, ৬টি সন্তানের জন্ম দিয়েছেন। এই ছয়টি শিশুর মধ্যে একটি সন্তানের ওজন ছিল স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা কম। জানা গিয়েছে ওই মহিলার নাম কুয়েজিয়া রোমুয়াল্ডো। কুইজিয়ার ছয় সন্তানের সকলেই বর্তমানে সুস্থ আছে। কেউ কেউ এমন ঘটনাকে অলৌকিক বলেও অভিহিত করেছেন।
এপ্রিলেই ছয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছিলেন কুইজিয়া ও তার স্বামী ম্যাগদিল কস্তা। চিকিৎসকরা তাদের বলেছিলেন যে কুইজিয়া তার গর্ভে ছয়টি সন্তান ধারণ করছেন। মহিলার পাঁচ বছরের একটি শিশুও রয়েছে। কিন্তু কিছু শারীরিক সমস্যা থাকায় দম্পতিকে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই প্রসব চিকিৎসকদেরও জন্যও ছিল বিরাট চ্যালেঞ্জ।
৭ সেপ্টেম্বর, কুইজিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপর চার সপ্তাহ পরে তিনি কোলাটিনার হাসপাতালে ছয় সন্তানের জন্ম দেন। চিকিৎসকদের কাছে এই অস্ত্রোপচার ছিল রীতিমত চ্যালেঞ্জিং। কুইজিয়ার সন্তান প্রসবের জন্য মোট ৩২ জনের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়। সোমবার কোলাটিনার হাসপাতালে কুয়েজিয়া তার ছয় সন্তানের জন্ম দেন ওই মহিলা।
চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের ১০ মিনিটের মধ্যেই কুইজিয়া ছয় সন্তানের জন্ম দেন। সকলেই সম্পূর্ণ সুস্থ। এই শিশুদের জন্মের সঙ্গে সঙ্গে তাদের নামকরণ পর্বও সাড়া হয়ে গিয়েছে। শিশুদের নাম রাখা হয়েছে থিও, ম্যাটিও, লুকা, হেনরি, এলোয়া এবং মাইট।