বিশ্বের সবচেয়ে অদ্ভুত মানুষ! অন্যরকম দেখতে হতে নিজের হাতের আঙুলও কেটে ফেলেছেন তিনি। বিরল কৃতিত্ব অর্জন করে তামাম বিশ্বকে তাক লাগিয়েছেন এই ব্যক্তি। ব্রাজিলের বাসিন্দা বছর ৪০-এর বছর ডি সুজা রিবেইরো বিশ্বের প্রথম ব্যক্তি যিনি তার আঙ্গুল কেটে দুটি ভাগে বিভক্ত করেছেন। তিনি এখনও পর্যন্ত বিশ্বের সেরা ‘মডিফাইড মানুষ’ হিসাবে রেকর্ড গড়েছেন। নিজের শরীরকে অন্যরকম দেখতে খরচ করেছেন লাখ লাখ টাকা।
পৃথিবীর অনেক মানুষই আছেন যারা নিজেদের চেহারায় বদল এনে আরও বেশি আর্কষণীয় হতে চান। শখের বশে যে কোন কিছুই করে থাকেন তারা। কিন্তু ব্রাজিলিয়ান এই ব্যক্তির কাণ্ড দেখে রীতিমত ভিরমি খাচ্ছেন সকলেই। ব্রাজিলের ডি সুজা রিবেইরো একেবারেই সকলের থেকে ভিন্ন। সকলের থেকে আলাদা হতে শরীরের বিভিন্ন অংশে ১৫০০ টিরও বেশি ট্যাটু করেছেন তিনি। তিনি তার শরীরকে পুরোপুরি রূপান্তরিত করতে কয়েক বছর ধরে ব্যয় করেছেন লক্ষ লক্ষ টাকা। এখন তিনি একটি সার্জারি করেছেন যাতে তাকে সম্পূর্ণভাবে সকলের থেকে আলাদা দেখায়।
আরও পড়ুন: [ পাউরুটির প্যাকেটে দাপিয়ে বেড়াচ্ছে জ্যান্ত ইঁদুর, দেখেই চোখ কপালে! তারপর…. ]
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর বয়সী ডি সুজা রিবেইরো বিশ্বের সবচেয়ে পরিবর্তিত মানুষের খেতাব অর্জন করেছেন। এখন তিনি একটি অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। অপারেশনের মাধ্যমে তার হাতের আঙ্গুল দুটি ভাগে ভাগ করেছেন তিনি। ২৮ লক্ষ টাকার বেশি তিনি নিজেকে মডিফাই করাতে খরচ করেছেন।
রিবেইরোকে জিজ্ঞাসা করা হয়েছিল কীভাবে হাতের অস্ত্রোপচারের ধারণাটি এসেছে? তিনি বলেন, আমি আগে থেকেই গবেষণা করছিলাম কীভাবে শরীরে আরও পরিবর্তন করা যায়, যা এখন পর্যন্ত করতে পারিনি। এরই মধ্যে এই ভাবনা এল। এর পর আমি আমার বন্ধুর সঙ্গে যোগাযোগ করি। তিনি বিনামূল্যে অস্ত্রোপচারের প্রতিশ্রুতি দেন। রিবেইরো’র শরীরের ৯৮% অংশেই রয়েছে ট্যাটু।