Advertisment

আকন্ঠ মদ্যপান করে ছেলের হাতে দিলেন বিমান চালানোর দায়িত্ব, পরিণতিতে বুক কেঁপে উঠবে

১১ বছরের ছেলের হাতে বিমান চালানোর দায়িত্ব তুলে দেন বাবা।

author-image
IE Bangla Web Desk
New Update
brazilian man,alcohol,11-years boy,plane crash,aircraft,ব্রাজিলিয়ান গ্যারন মাইয়া,১১ বছর বয়সী ছেলে,মদ্যপান,দুর্ঘটনা"

সাধারণত, যে কোন পাইলটকে বিমান ওড়ানোর সময় কঠোর নিয়ম-কানুন মেনে চলতে হয়। বাণিজ্যিক বিমান হোক বা ব্যক্তিগত বিমান, এই নিয়ম ভঙ্গের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। ব্রাজিলে একটি ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে বিমানে বিয়ার পান করার সময় এক বাবা তার ১১ বছরের ছেলের হাতে বিমান চালানোর দায়িত্ব তুলে দেন। তাতেই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে দুর্ঘটনায় বাবা-ছেলে দুজনেরই মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে মাও আত্মহত্যা করেছেন। এই সময়ে, ঘটনার আগের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে বাবাকে মদের বোতল হাতে নিয়ে ছেলে বিমান চালানর নির্দেশ দিতে দেখা যায়।

Advertisment

জানা গিয়েছে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে ৪২ বছরের গ্যারন মাইয়া, যে পেশায় একজন ব্রাজিলিয়ান রেঞ্চার এবং তার ১১ বছর বয়সী ছেলে ফ্রান্সিসকো মাইয়া। দুর্ঘটনার কবলে পড়া প্লেনটি ছিল একটি প্রাইভেট প্লেন, বিচক্র্যাফ্ট ব্যারন ৫৮। ঘটনায় খবর পেয়ে পাইলটের স্ত্রী আনা প্রিডোনিকও আত্মহত্যা করেন। বিমান দুর্ঘটনার ঘটনাটি ২৯ শে জুলাই প্রকাশ্যে আসে। তার টুইন-ইঞ্জিনের প্রাইভেট প্লেনটি রোন্ডোনিয়া এবং মাতো গ্রোসো জঙ্গলে ভেঙ্গে পড়ে বিমানটি।

এই বিমানটি ছিল টুইন-ইঞ্জিন বিচক্র্যাফ্ট ব্যারন-৫৮। যার দাম ছিল ১০ কোটি টাকা। গারনের তৈরি ভিডিওতে তাকে বিয়ার পান করতে দেখা যায়। তাকে তার ছেলেকে বিমান ওড়ানোর বিষয়ে ছেলেকে নির্দেশ দিতে দেখা যায়। ডেইলি মেইলের খবর অনুযায়ী, গ্যারন নোভা কনকুইস্তার রন্ডোনিয়া শহরের একটি খামার থেকে বিমানটি ওড়ান। ভিলহেনা এয়ারপোর্টে বিমানটি থামে জ্বালানি ভরতে। ছেলেকে মেয়ের কাছে ফেরত পাঠাতে গিয়েই ঘটে যায় এই বিপত্তি।

Viral Video
Advertisment