কনের সাজে বিড়াল, বিদায়ের সময় চোখে জল, ভিডিও দেখে হাসি থামাতে পারবেন না! সোশ্যাল মিডিয়া মানেই চমক। প্রতিদিন হাজার হাজার ভাইরাল ভিডিও'র মাঝে এমন কিছু ভিডিও আমাদের নজর মুহূর্তেই কেড়ে নেয় আর সেই ভিডিওগুলি ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তেমনই এক ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Advertisment
ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন 'ক্যাটস লাভার' তার সাধের পোষ্য বিড়ালকে কনের বেশে সাজিয়েছেন। গায়ে পরানো হয়েছে গয়নাও। 'বিড়ালপ্রেমীরা' কখনও কখনও তাদের সাধের পোষ্যকে চশমা পরিয়ে দুর্দান্ত এক চেহারা সকলের সামনে আনেন। কখনও কখনও তাকে ব্রাইডাল ড্রেস এবং মেকওভার করে কনেও বানায় সাধের বিড়াল ছানাকে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও এই ধরনের ভিডিও ব্যপক পছন্দ করেন। এখন এমনই একটি মজার ভিডিও আজকাল ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ভিডিও দেখে হাসির রোল নেটদুনিয়ায়।
আসলে, এই ভিডিওতে দেখা যায় যে একজন 'বিড়াল প্রেমী' তার বিড়ালকে কনের মতো সাজিয়েছেন। কনের বেশে গয়নাও পরানো হয়েছে বিড়ালটিকে। নব বধূর সাজে খুব সুন্দর দেখাচ্ছে বিড়াল ছানাটিকে। ভিডিওটিতে একটি ব্যাকগ্রাউণ্ডে বাজছে একটি বিদায়ের গান। গানের সঙ্গে বিড়ালের অভিব্যক্তি দেখার মতো। বিড়ালটি ঠিক এমনভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে যেন সত্যিই বিড়ালটি শ্বশুরবাড়ি যাচ্ছে।
ভিডিওতে বিড়ালের চোখে জলও দেখা যায়। ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। ভিডিওটি দেখার পর হাসির রোল নেটদুনিয়ায়। এক ব্যবহারকারী বলেছেন, 'কত সুন্দর লাগছে পাত্রী'কে। অপর এক ব্যবহারকারী বলেছেন, 'বধূকে আবেগপ্রবণ দেখাচ্ছে'।