New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-267.jpg)
ভিডিওটিতে লাইক পড়েছে ২৭ হাজারের বেশি।
ভিডিওটিতে লাইক পড়েছে ২৭ হাজারের বেশি।
ছেলের বুকে চড়ে ফটোশুট! কী চমকে গেলেন? এমনই এক ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়। ভিডিওতে নব বধূকে ছেলের বুকে চড়ে ফটোশুট করতে দেখা যাচ্ছে। যা দেখে হেসে খুন নেটপাড়া।
বিয়ের আগে প্রিওয়েডিং শ্যুট অথবা বিয়ের দিন ওয়েডিং ফটোশ্যুটের সঙ্গে সকলের পরিচিত। হাল ফ্যাশানের যুগে প্রি-ওয়েডিং ফটোশ্যুট এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছি। কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি দেখার পর আপনিও বলবেন এটা কোন ট্রেন্ড বাজারে এসেছে? সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে নববধুর সাজে এক তরুণীকে ফটোশুট করতে ছেলের বুকে উঠে পা দিয়ে দাঁড়িয়ে পড়তে দেখা যায়।
ইন্সটাগ্রামে ভাইরাল হচ্ছে নববধূর একেবারে নতুন পোজের ভিডিও। @zevarbride নামের ইনস্টাগ্রাম পেজে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই ভিডিওর সঙ্গে ক্যাপশনে লেখা আছে 'করিয়ে দেখাও'। খবর লেখা পর্যন্ত ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে এবং ভিডিওটিতে লাইক পড়েছে ২৭ হাজারের বেশি। এ নিয়ে মজার মজার মন্তব্যও করেছেন মানুষজন। একজন ব্যবহারকারী লিখেছেন- এভাবেই বুকে থাকবেন সারাজীবন। আরেক ব্যবহারকারী লিখেছেন – ‘সার্কাসের পুত্রবধূ শাশুড়ির বুকে এমন বেলেল্লাপনা করবে’।