scorecardresearch

লকডাউনে বিয়ে করায় গ্রেফতার বর-কনে

এই লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন করেছিল তারা। ৫০ নিমন্ত্রিতকেও গ্রেফতার করা হয়েছে।

লকডাউনে বিয়ে করায় গ্রেফতার বর-কনে

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে লকডাউন জারি করেছে বিভিন্ন দেশ। একইসঙ্গে এক জায়গায় অনেক মানুষের জমায়েতর উপর রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু কে শোনে কার কথা! ‘মিয়া-বিবি’ এই করোনা পরিস্থিতিতেই যে বিয়ে করতে চায়। অগত্যা তাই হল। ছাদনা তলায় এসে হাজির হল তারা। পরিবার বন্ধু বান্ধব মিলিয়ে জনা পঞ্চাশেক আমন্ত্রিতও ছিল। কিন্তু, বিয়ে হলেও শশুর বাড়ি যাওয়া হল না কনের। নবদম্পতিকে যেতে হল সোজা থানায়। কারণ, এই লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন করেছিল তারা। ৫০ নিমন্ত্রিতকেও গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু-নাতালে। এই খবর সোশাল মিডিয়া মারফত ভাইরাল। পাশাপাশি তাদের ছবিও ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক আগে দক্ষিণ আফ্রিকাতেও লকডাউন ঘোষণা করা হয়েছে। ডেইলি মেল সূত্রে খবর, পঞ্চাশ আত্মীয়ের জরিমানা হবে। কিন্তু, বর বউয়ের সাজা হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Bride groom and 50 guests arrested for wedding during lockdown viral video