নিজের বিয়েতে ‘ঢাক’ বাজিয়ে ‘সেলিব্রেশন’, সঙ্গী বাবা ও স্বামী। বিয়ের দিনে নববধূকে একটি লাল বেনারসিতে সুসজ্জিত হয়ে ঢাক বাজাতে দেখা গিয়েছে, তার অভিব্যক্তি এবং ঢাক বাজানোর কায়দা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আপনিও ভিডিওটি দেখে কনের প্রশংসা না করে থাকতে পারবেন না। ভিডিওটি ২৬ ডিসেম্বর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে @LHBCoach আইডি থেকে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত ২ লাখেরও বেশি ভিউ পেয়েছে, ১২ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন।
নেটিজেনরা কমেন্ট সেকশনে নববধূর এমন উদ্যমের প্রশংসা করেছেন। কেউ কেউ এই ঐতিহ্যকে সেরা বলে বর্ণনা করেছেন আবার কেউ কেউ মেয়েটির শিল্পীসত্ত্বাকে কুর্নিশ জানিয়েছেন। ভিডিওর শেষে কনের বাবা ও স্বামীও তার সঙ্গে ঢাক বাজানোতে যোগ দেন।