বিয়ের মঞ্চে বরের মন জয় করতে কনের দুর্দান্ত নাচ। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উল্লাসে মেতে সকলেই। ভিডিওতে কনেকে তার বন্ধুদের সাথে গোলাপী লেহেঙ্গায় নাচে ঝড় তুলতে দেখা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ার যুগে অ্যাডভেঞ্চার থেকে বিনোদন প্রতিদিনই নানান ভিডিও ভাইরাল হয়। এসবের মধ্যে বিয়ের ভিডিওগুলো ব্যবহারকারীদের মন ছুঁয়ে যায়। দ্রুত পরিবর্তনশীল সময় ও সমাজে বিয়ের অনেক আচার-অনুষ্ঠান ও প্রথার পরিবর্তন হয়েছে। আগের ‘লাজুক বধূর’ বদল হয়েছে। বিয়ের দিনকে ‘স্পেশাল’ করে তুলতে নাচ হোক অথবা ‘গ্র্যাণ্ড এন্ট্রি’ কোন কিছুতেই পিছিয়ে নেই মহিলারা। সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে বরের সামনে কনেকে একেবারে ‘রাজকীয় ভঙ্গিতে’ নাচতে দেখে আপ্লূত নেটিজেনরা।
ভাইরাল হওয়া ভিডিওটি ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন গ্রানিশ। এই ভিডিওতে একজন কনেকে ডান্স ফ্লোরে ‘ডানা মেলতে’ দেখা গিয়েছে। এই সময়, তাকে বলিউডের হিট সং ‘ও মাখনা’-তে একটি দারুণ স্টাইলে নাচতে দেখা যায়। যা দেখে বরের মুখে খুশি স্পষ্ট ধরা পড়ে।
বর্তমানে, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এবং ব্যবহারকারীদের মন জয় করেছে এই ভিডিও। ভিডিওটি ২১ লক্ষের বেশি ভিউ সেই সঙ্গে ২০ হাজার লাইক সংগ্রহ করেছে। ভিডিওটিতে মন্তব্য করে ব্যবহারকারীরা কনেকে ‘খুব কিউট’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, কেউ কেউ বলছেন যে তারা এই ভিডিওটি এতটাই পছন্দ করেছেন যে তারাও তাদের বিয়ের জন্য একই রকম একটি অনুষ্ঠানের পরিকল্পনা করছেন।