হেলমেট ছাড়াই স্কুটিতে সওয়ার কনে, ভিডিও ভাইরাল হতেই গুনতে হল মোটা অঙ্কের জরিমানা

দিল্লি পুলিশ তাদের টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করেছে।

দিল্লি পুলিশ তাদের টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Latest delhi traffic police Viral Video, News Nation Viral Video, traffic Viral Video, traffic Trending Viral Video, Viral News in Hindi, Viral traffic Video Clip, traffic Viral Video News, traffic funny video, traffic viral Trending video,,

আমাদের দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রাফিক নিয়ম ভাঙেন। এতে অবাক হওয়ার কিছুই নেই। কিন্তু সম্প্রতি এক মহিলা ট্রাফিক নিয়ম ভেঙে রীতিমত ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখার পর সবাই অবাক। কিন্তু স্রেফ ট্রাফিক নিয়ম ভেঙে কেন তিনি ভাইরাল হলেন?

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলাকে কনের পোশাকে হেলমেট ছাড়াই স্কুটি চালাচ্ছেন। কনে ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন করে স্বাচ্ছন্দ্যে একটি রাস্তার স্কুটি চালাচ্ছেন কিন্তু তিনি জানতেন না ভিডিওটি ভাইরাল হবে এবং দিল্লি পুলিশ ব্যবস্থা নেবে। একই ভিডিও সহ আরেকটি ক্লিপে দেখা যাচ্ছে হেলমেট ছাড়া স্কুটি চালানোর জন্য ওই তরুণীকে জরিমানা করা হয়েছে।

Advertisment

দিল্লি পুলিশ তাদের টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করেছে। ভিডিওটি পোস্ট করে দিল্লি পুলিশের তরফে লেখা হয়েছে 'রিলের জন্য রাস্তায় হেলমেট না পরে স্কুটি চালানো আপনার নিরাপত্তার জন্য উদ্বেগের'। এর আগেও একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দিল্লি পুলিশ ট্রাফিক নিয়ম মানার আবেদনের পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও বিশেষ অবদান রাখতে দেখা যাচ্ছে।

viral