scorecardresearch

বড় খবর

পরণে বিয়ের বেনারসি, গায়ে জড়ানো ল্যাব কোট, গলায় স্টেথোস্কোপ! পরীক্ষা হলে হাজির কনে video

সাত দিন আগে শেয়ার করা এই ভিডিওটি ১০ লাখ (এক মিলিয়ন) বার দেখা হয়েছে।

Dulhan Exam Hall Video, Bride, Lab Coat, Stethoscope, Wedding Dress, Physiotherapy, Practical Exam"

পরণে বিয়ের বেনারসি, তার ওপর ল্যাব কোট গলায় স্টেথোস্কোপ! পরীক্ষাহলে সটান হাজির তরুণী। তাকে দেখে সকলেই তাজ্জব। বিয়ের দিনে বিয়ের সাজে পরীক্ষা হলে পরীক্ষা দিতে এসে ভাইরাল হলেন কেরলের এক তরুণী।  

কনে, শ্রী লক্ষ্মী অনিল, বেথানি নবজীবন কলেজ অফ ফিজিওথেরাপির ছাত্রী ৷ ভিডিওতে, তিনি হাসতে হাসতে তার সহপাঠীদের সঙ্গে প্রাকটিক্যাল পরীক্ষায় অংশ নেন। পরণে তার হলুদ রঙের শাড়ি, গলায় ভারী গহনা, সুন্দর মেক-আপে সকলের সঙ্গেই পরীক্ষায় বসলেন এই তরুণীও। ভিডিওতে দেখা যাচ্ছে তরুণী পরীক্ষা দিতে এসে বেশ আনন্দিত ও উত্তেজিত। তিনি তার বন্ধুদের দিকে হাত নেড়ে সকলকে সাড়াও দিচ্ছেন।

এর মধ্যেই এক বন্ধুকে তার শাড়ি ঠিক করে দিতে দেখা যায়। অন্য একজন তার গলায় স্টেথোস্কোপ ঠিক ভাবে পরিয়ে দেন। পরীক্ষা শেষে তরুণীকে বাইরে এসে মাকে জড়িয়ে ধরতে দেখা যায়। এই ভিডিওটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল _grus_girls_ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, পরীক্ষা হলের পথে কনে তার ফিজিওথেরাপির প্রাকটিক্যাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে।

সাত দিন আগে শেয়ার করা এই ভিডিওটি ১০ ​​লাখ (১ মিলিয়ন) বার দেখা হয়েছে। যদিও কিছু ব্যবহারকারী তার প্রশংসা করেছেন, অন্য কেউ প্রশ্ন করেছেন কেন পরীক্ষার সময় বিয়ের পরিকল্পনা করা হয়েছিল। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘অল দ্য বেস্ট’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘বিখ্যাত হতে’ই এমন কাজ।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Bride wearing lab coat stethoscope on wedding dress for physiotherapy practical exam